মোখলেসুর রহমান ।। দুটি কবিতা
![মোখলেসুর রহমান ।। দুটি কবিতা](https://sahityabarta.com/storage/2024/06/gMMMM.jpg)
ক্যানভাসে শিল্পকলা
শূন্যতার সুবিশাল ক্যানভাসে শিল্পকলার আদিগন্ত
সৃষ্টির আলোকোজ্জ্বল স্বপ্ন মায়াবী মায়ায় আকাশ ও মাটিতে
শিল্পের অস্তিত্ব। কারুকাজের মায়ায় তুমি আমি হই দৃশ্যমান।
সৃষ্টির প্রান্তিক শিল্পই সুন্দরের বুনন। কি সুন্দর এ জগৎ কি সুন্দর আলো কি সুন্দর
চন্দ্র-সূর্য-তারকা কি সুন্দর নদী-সমুদ্র পাহাড় কি সুন্দর তুমি-আমি -প্রাণিজগত।
সবই ছবির মতোন।
সৃষ্টির প্রিজমে পুঞ্জিবীত মায়ার বন্ধন।সৃষ্টির কণা ভালোবেসে
জমাট পাথর।ভালোবেসে বেঁচে আছি বেঁচে থাকি তুমি আমি
ভালোবেসে সৃষ্টির কণাগুলো বন্ধনে আছে হয় নাই কেয়ামত।
সৃষ্টির নৈসর্গিক সঙ্গত সুখ, সুখের কর্মবীজে কল্যাণ-হাসানাহ
কল্যাণীয় গুনে তুমি আমি।হাসানাতে সুখের জীবন অনুরণন।
এবং এখানে চোখগুলো অশ্রুময় অদ্ভুত বৈপরীত্য ছায়াময়
চালাচালি কালাকালিতে কল্যাণের বিপরীতে হায়েনার ম্যাসেজ।
সুখ-ভালোবাসা ও কল্যান পার্থিব জীবন গ্রহনে নয়
সাফল্য লাভ করবে যে জন শুদ্ধতায় শুদ্ধ হয়।
রুহের শক্তি ও বিশালতায়
অনেক বিষয় ও ঘটনা আছে আশ্চর্যের ভেতর
অবিচল ও আস্হাশীল।
স্বপ্নঝড় বয়ে যায় বৃষ্টির ধারায় জীবনের বোধের ব্যাসারধে।
জীবনের অনুরাগে বোধ ও বুদ্ধির বিন্যাসের চেয়ে
মানুষের স্বপ্নরা অমূল্যই বটে, জনপদে আলোর পিলসিজ হয়
মানুষ বাঁধভাঙা উঁচ্চাসে খোঁজে আপন পথ স্বপ্নের আয়নায়।
স্বপ্নের আলোয় উজ্জীবিত মুখগুলো আকাশ পথে কর্মবীজ হাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যায়।
ইচ্ছার স্নায়ূবিক পরিমাপে কর্মবীজে হয় প্রতিদিনের শিরোনাম
রুহের শক্তি ও বিশালতায় জমিনের চাষাবাসে
আমাদের দেখা হবে আগাম হৃদয় ও মনসাগরের ইতিহাস।