মোশাররফ মাতুব্বর-র কবিতাগুচ্ছ
মোশাররফ মাতুব্বর-র কবিতাগুচ্ছ
চলে যেতে পারি

সব ছেড়ে ছুড়ে চলে যেতে পারি একদিন

প্রতিদিন অবহেলা পেতে পেতে আর কতো
ভেতরে ভেতরে বেজে চলে কষ্টের বীণ।

আমার কি বলার আছে !
যাকে তাকে ইচ্ছে করেই বুকে জড়ানো
চোখ বুঝি থাকি ঘৃণা জমে পাছে।

সব ছেড়ে ছুড়ে চলে যেতে পারি একদিন

লোভ আর কামে চরম ব্যস্ত সময় তোমার
বহুগামিতার সুবিধা নিচ্ছো সারাদিন।

সব ছেড়ে ছুড়ে চলে যেতে পারি একদিন

আমার চলে যাওয়া হয়তো তোমার নিষ্কৃতি
ইচ্ছেমতো হাত বদল হতে পারো প্রতিদিন।

সহজ সাজা

ভালোবাসি বলেই সাজা দিতে পারো
ভালোবাসি বলেই আঘাত দিতে পারো।

তোমার মনখারাপের দিনে গান শুনতে পারো
ইচ্ছে হলেই প্রয়োজনে অপ্রয়োজনে মারো।

প্রেমিকের ভাষা পাপ পূণ্যের সংজ্ঞায় বৈধতা মিলে না

সারাটা শীত জুড়ে গান গেয়ে গেলাম
রুক্ষ শীত যেয়ে বসন্ত এলে ঘর ছাড়া হলাম।

যাদের স্লোগানে মিছিলে ভালোবাসা পেলে
হ্যাঁ তাদের হাতেই হাতকড়া সহজেই মেলে।

সময় তোমাকে জানবে,
তুমি তাল মেলানো প্রেমিক,বাকী সব ভুজবাজি।


মিথ্যে মিথ

ইচ্ছে করলেই তুমি এভাবে যেতে পারো না চলে
ঘৃণা ভরা চোখে বারবার ফিরে নিজেও যেওনা জ্বলে

কী এমন অভিযোগ
বলো
কী সেই অভিমান
বলো
নির্মমভাবে নুপূর পড়া দুটি পায়ে মনটাকে পিষে গেলে
‌প্রেয়সী আমার অতটা নির্বোধ কী কখনো তুমি ছিলে।

যা কিছু ছিলো সবই দিয়েছি
চোখের জল শুকিয়ে হাহাকার মরুভূমি।
কেমন করে আটকিয়ে দেই তোমায়।

মিথ্যে অযুহাতে ঠেলে দিলে জীবন ভাঙ্গনের মুখোমুখি
না থাকা জুড়ে থাকবো জেনে ভাসিয়ে দিও চোখের জলে।


পানশালা ও শহর

কর্পূরের গন্ধ উড়ে গেলে মুখ থুবড়ে পড়ে থাকে পথিক,
প্রেমিকার ভেজা চুলের ঘ্রাণ জাগিয়ে দিলে খুঁজে ফেরে ঠোঁটের উষ্ণতা,
এই শহরে কাগজের নোটে রাত রঙিন হয়ে ওঠে পানশালায়।
বিশ্বাস হারানো পথিক বারবার পথ হারায় মানুষের আশ্বাসে,
অথচ বেশ‍্যাতলার মেয়েরা কথার বরখেলাপ করে না,
ওদের বুকে মুখ গুঁজে নির্ঘুম রাত কাটিয়ে দেয়া যায় নিশ্চিন্তে।

এই শহর,এই রাষ্ট্র এখন বিশ্বাসঘাতকদের অভয়ারণ্য;
যখন তখন অন্ধকার রাত নেমে আসে জীবনের ভেতর।
কিন্তু বেশ‍্যাতলায় কখনো রাত হয়না,
সমস্ত কালো সেখানে আলো হয়ে উঠে।
তবুও জেনেছি জীবন্মৃতরাই পানশালায় থেকে যায় চিরকাল।

ভালোবাসা ও বিশ্বাস

ভালোবাসার চাতালে তুলে রাখো বিশ্বাসী হাত
এমন শরৎ ফিরে গেলে ফের তুমি শূন্য
শ্মশানে রেখে আসো ঘৃণার পা
তাতে যদি ঢেলে দাও আশ্বাসের বৃষ্টি
অগ্নি ফুড়ালে সেখানেও রঙিন ফুল।

ভালোবাসার হাতে ফুল ছিঁড়লেও তাতে বৃক্ষের কষ্ট হয়।
এমন ব্যাথা শুষে নিলেই মৃত্যুও রঙিন হয়।


শহর

অনেক স্বপ্ন ছিল
আকাশ সম সবুজ মাঠ
শিসামুক্ত বাতাস;
একসময় স্বপ্নেরা মরে যেতে থাকে,
খাবারের শূন্য থালায়
জলপাই পোশাকের জৌলুসে
চলে যেতে যেতে ফিরে আসি
তোমাদের, তোমার শহরে এখানে সব পাবো বলে
বড্ড বেতাল বেসুরো তোমাদের শহর
পাহাড় ধ্বসের মতো মানুষের স্রোত
সুখী হতে হতে পা চাটে শুয়োরের
এই শহরে নেশার স্রোতের মতো মানুষ ছুটে
মিথ্যে স্বপ্নের ভেতর।
তোমাকে ভেবে ভেবে সব দারিদ্র্য মুছে দিয়েছি পথে
পাড়ি দিয়েছি তিনযুগ সময় পাপের পিচ্ছিল পথ
কতবার গিয়েছি নরক বাড়ি, ভালো থাকার নেশায়।

কোন এক বসন্তে এলোমেলো হয়েছিলাম
তারপর গভীর অন্ধকার
কত রক্ত,কত জীবন তপস‍্যায় এই সূবর্ণ যুগ
অথচ এখন ও কত প্রশ্ন জন্মাচ্ছে ভেতরে বাহিরে।






সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান