ইঙ্গিতে ইঙ্গিতে রাখো সম্ভাবনা এবং অনিবার্য মৃত্যু;
এ রহস্য ঊর্মি হলে মুগ্ধ পর্যটক
জটিল সুন্দর ঘিরে জীবন খরচ করে যায়!
সমুদ্র দেখতে অবিকল তোমার মতন
আমি না-ডুবুরি, নাবিকও নই, না-জলচর, না-পর্যটক
কেবল উপকূলের ভুক্তভোগী হয়ে দেখছি সমস্ত লীলা...
❑ শেয়াল ও ছায়া
একটা ছায়াকে দীর্ঘ হতে দেখে ঠোকর মারল রাজহাঁস। গলায় বিঁধল যমকাঁটা।
যে বকটা ছুটে এলো, তার শর্ত মেনে নিলে জলাশয় বেদখল। সহচর পাখিদের মধ্যে মাছরাঙা ভেটো দিল। সে ছায়ার কাছে প্রার্থনা করলো মহাভোজে বক এবং ডাহুকরে বলি দিতে। রাজহাঁস প্যাঁকপ্যাঁক করতে থাকল কিন্তু যে শব্দ বের হয়ে এলো তা চিঁউচিঁউ।
ছায়াটা আগুন নিয়ে ফিরে এলো হাঁসকে রান্নার জন্য, তার আগেই শেয়াল উপস্থিত, সে-ই ছায়াকে টোপ হতে শিখিয়েছিল।