শিশু-কিশোরদের প্রিয় লেখক বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ূন কবীর ঢালী’র জন্মবার্ষিকী আজ। ১৯৬৪ সালের আজকের এই দিনে নারায়ণগঞ্জের গোদনাইলে জন্মগ্রহণ করেন তিনি। তবে তাঁর পৈত্রিক নিবাস চাঁদপুরের সিকিরচর গ্রামে।
শিশু সাহিত্যিক হলেও লেখালেখির শুরুটা কবিতা দিয়ে। তাঁর লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ৭৫টি।
এছাড়াও তিনি শিশুকিশোর আনন্দবার্ষিকী ‘আলোকলতা’র সম্পাদক। গ্রীসের নবম স্টেট প্রাইমারি স্কুল অব ইয়ান্নিতিসারের একটি স্কুলে কাউবয় এন্ড এ মিউজিক ম্যাংগো ট্রি পাঠ্য হয়েছে। ভারতের ওডিয়া ভাষায় প্রকাশিত হয়েছে ‘কাব্য ও এনজেলের বন্ধুরা’ ও ‘পিচ্চি ভূতের কা-’।
এছাড়া তাঁর বই প্রকাশিত হয়েছে কলকাতা ও ত্রিপুরা থেকে। তাঁর গল্প অনুবাদ হয়েছে ফিলিপিনো ভাষায়।
হুমায়ূন কবীর ঢালী পাঠাগার আন্দোলনে জড়িত। নিজ গ্রামে গড়ে তুলেছেন ‘আমাদের পাঠাগার’। একজন প্রকাশনা কর্মী ও সাহিত্য সংগঠক হিসেবেও রয়েছে তাঁর ব্যপক পরিচিতি।
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
একাত্তরের মিলিটারি ভূত, নীল গ্রহের রহস্য, ক্লাসমেট, কাব্য ও এনজেলের বন্ধুরা, কালোমূর্তি রহস্য, পিতাপুত্র, এক যে ছিল হাঙ্গর, মউতবাড়ির প্রেতাত্মা, পরিকন্যা, লজিংবাড়ি, দুষ্টু ছেলের গল্প, ডিয়াওয়ালা, বোকাকাহিনি, তোমার চোখের জল।
সম্মাননা ও পুরস্কার:
১. ইউনিসেফ প্রদত্ত মীনা মিডিয়া অ্যাওয়ার্ড
২. এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার
৩. অতীশ দীপঙ্কর স্বর্ণপদক
৪. সালেহীন মেমোরিয়াল অ্যাওয়ার্ড
৫. চিলড্রেন এন্ড উইমেন ভিশন ফাউন্ডেশন পদক
৬. কবি আবুজাফর ওবায়দুল্লাহ স্মৃতি ফাউন্ডেশন পদক
৭. পদক্ষেপ শিশুসাহিত্য পুরস্কার
৮. কবি সংসদ বাংলাদেশ শিশু সাহিত্য পুরস্কার
৯. লোকছড়া ফাউন্ডেশন সম্মাননা
১০. ভারতের চোখ সাহিত্য পুরস্কার ২০১৩
বিশেষ সম্মাননা: লেখালেখি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, ওডিয়া, ভারত।