সময়ের তরুণ অভিনেতা রবিন। সাম্প্রতিক সময়ে দুটি বিজ্ঞাপণ, ওয়েব সিরিজ ও সিনেমার শুটিং নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন তিনি।
ইতোমধ্যে বাংলাদেশ কাস্টমসের দুটি বিজ্ঞাপনেও কাজ করেছেন। চলচ্চিত্র নির্মাতা জসিম উদ্দিন জাকিরের ‘তুই ছাড়া শূন্য এ জীবন’ ছবিতে অভিনীত তার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং বলে জানা যায়।
ড. ইকবাল জামান রচিত ও প্রযোজিত- সৈয়দ মাসুদ রাজা পরিচালিত-শর্টফিল্ম “শূন্যতার গভীরে” শুটিং নিয়েও বেশ ব্যস্ত সময় পাড় করছেন তিনি
অভিনয় জীবন নিয়ে নানা প্রশ্নে তার মুখোমুখি হয়েছিলেন সাহিত্যবার্তা পত্রিকার সম্পাদক ও কবি আরিফুল ইসলাম ।
আরিফুল
ইসলাম: হ্যাঁ রবিন ভাই কেমন আছেন ?
রবিন : আলহামদুলিল্লাহ । আরিফ ভাই কেমন আছেন?
আরিফুল
ইসলাম: প্রথমেই জানতেই চাই, আপনার অভিনয় জীবন শুরু কিভাবে?
রবিন : এইটা আমি নিজেই জানতে চাই ভাই , তবে এটা সত্যি যে আমার অভিনয় জীবন শুরু হয় নাই, হলে আমি আপনারে মিসড কল দিয়ে কথা বলে জানাবো।
আরিফুল
ইসলাম: অভিনয়ে আপনার অনুপ্রেরণা কে?
রবিন: প্রয়াত হুমায়ুন ফরীদি স্যারের কথা স্মরণ করে প্রয়াত রাজীব স্যারের কথাই বলতে চাই।
আরিফুল
ইসলাম: প্রথম কার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন?
রবিন: জীবনে প্রথম মান্না ভাই এর মুখে যেদিন শুনেছিলাম ''আমার আম্মাজান আমার সাথে ২২ বছর ধরে কথা কয় না" আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছিলো, আমি প্রথম সিনেমা দেখে কেঁদেছিলাম ।
আরিফুল
ইসলাম: নায়ক হিসেবে সিনেমায় অভিষেক হলো কীভাবে?
রবিন: এখনো হয় নাই , ভুয়া খবর এইগুলা ভাই। অভিষেক হবে কিনা তারও ঠিক ঠিকানা নাই । চলচ্চিত্রের চরিত্রাভিনেতা আমি।
আরিফুল
ইসলাম: আমাদের সিনেমা হলের পরিবেশ তো ভালো
নয়। এমন পরিবেশে লোকজন কীভাবে সিনেমা দেখবেন?
রবিন: এমন পরিবেশে লোকজন সিনেমা দেখছেও না, সরকার প্রায় দেড় হাজার কোটি (কম/বেশি) টাকার প্রকল্প হাতে নিয়েছেন দেখব্যাপী সিনেপ্লেক্স করতে, তখন মানুষ হলে আসব। দিন ফিরবে, ইনশাআল্লাহ।
আরিফুল
ইসলাম: দর্শক হলে ফেরারতে হলে করণীয় কী?
রবিন: এই প্রশ্নের জবাব দেবার যোগ্যতা নাই আমার। তবে আমার ধারণা, সিনেমা হল এবং সিনেমা দুইটা সমান সমান সুন্দরতম হলে সব ঠিক হয়ে যাবে।
আরিফুল
ইসলাম: যতটুকু জানি আপনি নাটকের পাশাপাশি সিনেমাও অভিনয় করেন।দুটো
সত্ত্বাকে কিভাবে একসাথে ফুটিয়ে তোলেন?
রবিন: এই তুলনাটা মাথা থেকে বের করে কাজ করতে হয়। তবে সিনেমাতে একটা কমার্শিয়াল টাচ দেবার চেষ্টা আমি করি। তবে নির্মাতার করুনা ছাড়া সেটা অসম্ভব।
আরিফুল
ইসলাম: ছাত্রজীবনে আপনি যখন নাটক দেখতেন,তখন
মূলত কাদের নাটক দেখে অনুপ্রাণিত হতেন?
রবিন: আবুল হায়াৎ স্যার, আলী জাকের স্যার
আরিফুল
ইসলাম: অ্যাকশন নায়ক হতে চান না রোমান্টিক
নায়ক?
রবিন: নায়ক হয়ে ওঠা অনেক বড় ব্যাপার ভাই। তবে আমি অ্যাকশন লোভী।
আরিফুল
ইসলাম: নায়ক হওয়ার জন্য আপনার সবচেয়ে বড় প্লাস
পয়েন্ট কোনটা?
রবিন: কোনটাই নাই প্লাস পয়েন্ট , তবে চরিত্র বহনের/ধারণের সাহস টা আছে এটা টের পাইসি। নির্মাতা করুনা করে সাহায্য করলে আমি পারবো। ইনশাআল্লাহ
আরিফুল
ইসলাম: প্রায়ই দেখি শেভ না করে অনেক দিন থাকেন।
মুখে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে ঘোরেন। রহস্য কী?
রবিন: স্ট্রাগেল পিরিয়ড পার করছি , দাড়ি কাটাতে অনেক টাকা লাগে ভাই, টাকা হাতে এলেই কাটাই।
আরিফুল ইসলাম: কোনো মেয়ে কি কখনো বলেছে আপনাকে দাড়ি রাখলে সুন্দর লাগে?
রবিন: জি বলেছে, তবে মিথ্যা বলেছে , কারণ সেই মেয়ে এখন অন্য দাড়িওয়ালার সাথে প্রেম করেন ।
আরিফুল
ইসলাম: সিনেমার লাইনে তো অনেক সময় স্ক্যান্ডাল
ছড়ায়... এ বিষয়টি আপনি কিভাবে দেখেন ?
রবিন: স্ক্যান্ডাল থাকাটাও সৌভাগ্যের ব্যাপার আমার কাছে। আমার নাই। আশা করি হবে।
আরিফুল
ইসলাম: নিজের ভেতরের শিল্পী মানুষটাকে কীভাবে
লালন-পালন করছেন?
রবিন: এইটা আমার কাছে সবচেয়ে চ্যালেন্জিং। প্রকৃত শিল্পী সত্মার সংস্পর্শে থাকার চেষ্টা খুব করি তাদের কথা গুলো মানার চেষ্টা করি সর্বোচ্চ। আর আমি সবচেয়ে ভালোবাসি একা থাকতে, তাতে ভেতরকে দেখে সময় দেয়া যায়।
আরিফুল ইসলাম: সিনেমা নিয়ে সামনের দিনগুলোর জন্য আপনার পরিকল্পনাটা কেমন?
রবিন: একই চরিত্র দুইবার করবো না , টাকার জন্য কাজ করবো না ।
আরিফুল ইসলাম: বর্তমানে সিনেমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?
রবিন: আদার ব্যাপারীকে জাহাজের জিজ্ঞাসা। যাই হোক আমার ধারণা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চলচ্চিত্রের প্রতিটা ক্ষেত্রে পেশাদার আর অপেশাদারদের আলাদা করতে হবে। অপেশাদাররা নিজের এবং পেশার জন্য ক্ষতিকর। বাকি যা কাজ তা পেশাদাররা এগিয়ে নেবেন নিশ্চয়ই।
আরিফুল
ইসলাম: ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণের কোনো
পরিকল্পনা আছে কী?
রবিন: নির্মাণ এর মতো এতো বড় কাজ আমাকে দিয়ে হবে না। নিশ্চিত থাকেন।
আরিফুল
ইসলাম: অভিনয়ের বাইরে কোনো শখ রয়েছে?
রবিন: একা একা লম্বা সময়ের জন্য বেড়াতে যাওয়া। অবশ্যই মুঠোফোন বা যোগাযোগ মাধ্যম ছাড়া।
আরিফুল
ইসলাম: অনেকে নায়কদের জুটির অন্তরায় হিসেবে
জুতসই গল্পের অভাব, ভালো নির্মাণকেও দায়ী করে। আপনি কী একমত?
রবিন: শোনেন ভাই , নির্মাণ কে দ্বায়ী করার যোগ্যতা নাই আমার । তবে গল্পের অভাবও তো নাই। হয়তো গল্প নির্বাচনে কোথাও একটা ভুল হচ্ছে। যা শিল্পী নির্বাচনেও হতে পারে।
আরিফুল
ইসলাম: বর্তমানে নির্মাতাদের গল্প বলার ঢং
গত কয়েক বছরের থেকে বেশ বদলে গেছে। সে বদলে যাওয়ায় কতটা যুক্ত হতে পারছেন?
রবিন: রুচিশীল , সৃষ্টিশীল সকল পৰিবৰ্তন আমি গ্রহণ করি।
আরিফুল
ইসলাম: এখন ইন্ড্রাস্ট্রিতে কাজের চেয়ে বেশি
সমিতি চর্চা হয় ! এ বিষয়ে আপনার মতামত কি
?
রবিন: সমিতিও তো দরকার। দেখেন আজকে সরকার প্রায় দেড় হাজার কোটি টাকা (কম/বেশি) সিনেমার জন্য লগ্নি করলেন যা এতদিন করেন নাই। আজকে এসে কেন ? সমিতিগুলোর অক্লান্ত পরিশ্রমে , সমিতিগুলো না থাকলে চলচ্চিত্রের বাজারটা আজ আরেক দেশের হয়ে যেত,
জানতেন তো সেটাও। কিছু লোক এটা নিজের স্বার্থে কাজে লাগবে। আগাছা সব গাছেই থাকে ভাই। সেটাকে গাছের আগে মূল্যায়ন করা যাবে না।
আরিফুল
ইসলাম: নতুন যারা চলচ্চিত্রে কাজ করতে চায়
তাদের জন্য কোনো পরামর্শ আছে?
রবিন: নিশ্চয়ই আছে। আমি যখন পুরোনো হয়ে যাবো তখন সবাইকে পরামর্শ দেবো।