সাহিত্য অ্যাকাডেমি সম্মাননা পাচ্ছেন সঞ্জীব চট্টোপাধ্যায়
সাহিত্য অ্যাকাডেমি সম্মাননা পাচ্ছেন সঞ্জীব চট্টোপাধ্যায়

১৯৩৬ সালের ২৮ ফেব্রুয়ারি কলকাতায় জন্ম সঞ্জীব চট্টোপাধ্যায়ের। ছোটোবেলায় বেশ কিছুদিন কাটে বাবার সঙ্গে ছোটোনাগপুরে। পরে কলকাতায় ফিরে স্কুলে ভরতি হওয়া। স্কুলে শেষে স্কটিশ চার্চ কলেজ। সেখান থেকেই স্নাতক। কর্মজীবন শুরু করেছিলেন রাজ্য সরকারি কর্মচারী হিসেবে। পরবর্তীতে তিনি সাংবাদিকতার পেশায় যোগ দেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে অন্যতম লোটাকম্বল, শাখা প্রশাখা, শ্বেত পাথরের টেবিল। শিশু সাহিত্যে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। বর্তমানে তিনি শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ নিয়ে লেখালেখি করছেন বলে জানা গেছে।

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের আগে ১৯৮১ সালে সঞ্জীববাবু আনন্দ পুরস্কার পেয়েছেন। এছাড়া পেয়েছেন একাধিক সাহিত্য পুরস্কার।

২৪টা ভাষায় আজ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এরমধ্যে কবিতা বিভাগের সাতটি বই, ছোটো গল্প বিভাগের ছ'টি বই। উপন্যাস বিভাগে ছ'টি, সমালোচনামূলক সাহিত্য বিভাগে তিনটি এবং রচনাধর্মী বিভাগে দু'টি বইকে এবছর অ্যাকাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে বাংলার জুরি মেম্বার ছিলেন নবনীতা দেব সেন, সমরেশ মজুমদার, তপন বন্দ্যোপাধ্যায়। ২৯ জানুয়ারি দিল্লিতে একটি বিশেষ অনুষ্ঠানে পুরস্কার স্বরূপ একলাখ টাকার একটি চেক, তাম্রপত্র ও উত্তরীয় তাঁর হাতে তুলে দেওয়া হবে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান