সৈয়দা রতনা এর দুটি কবিতা
সৈয়দা রতনা এর দুটি কবিতা

কবি : সৈয়দা রতনা

শ্বেত পাথরের মর্মর মূর্তি

.দেখে ভ্রম হয়?
মনে হয় শ্বেতপাথরের মর্মর মূর্তি
শিল্পীর নিপুণ হাতে পূর্ণ অবয়বে সম্পূর্ণ হবে।।

কাজ শেষে শহরের বিশেষ কোনো উল্লেখযোগ্য স্থানে দাড় করিয়ে দিলে অগণিত পথচারী দর্শক বাহবা দিবে?

তোমরা বাহবা দাও।।
তোমাদের কর্মের দায়ে রাফি আজ মর্মর মূর্তি হবে।।
কি কি সব ক্ল্যাসিক আছে না?
ভেনেসীয় , রেঁনেসা বা মহেঞ্জোদারো হরপ্পা।।

নারী শরীর আজ অমর হবে।।

একদিন যখন কোনো নারী আর থাকবে না
সেদিন লালসা মিটাতে পাথরের মূর্তির গায়ে আগুন চড়াবে।।

.একদিন কারো বোন থাকবে না।।
ক্লান্তি নিয়ে বাড়ি ফিরে ছোট্ট বোনটির সাথে খুনসুটিতে প্রাঞ্জল হবেনা।।
রাস্তার মোড়ে মূর্তিটিকে ফুল দিয়ে ঘরে ফিরবে।।

মা ভাবী কি খালা!!

কারো প্রেমিকা আর বেদনার মতো কবিতার গাঁথা হয়ে অশ্রু জলে করবে না অভিমান।।
এক পশলা বৃষ্টিতে দন্ডায়ময়ান মূর্তিটি ধূয়ে যাবে ঋতুবর্তী পরম্পরা! !

সেদিনও কি তোমাদের এই শরীর শরীর খেলা থামবে না?
তোমরা কি তখনো লেহনে চর্বনে চোষ্যে কেবল একটি শরীর কেবল শরীরই খুঁজবে?

রাফি রাফি রাফি

.খুউব সাদামাটা নাম , সচরাচর অনেকের কাছেই শোনা , "রাফি "
নামের চেয়ে আরো সাধারণ মেয়েটি
মেয়েটি হেজাব পড়ে।।
জানো? মেয়েটি না হেজাব পড়ে।।

তাহলে এখন ওকে কোন দোষে ধর্ষণের কবলে পড়তে হলো।।
পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে মাদ্রাসার মওলানার ধর্ষক চেতনা বোরখা হেজাব ভেদ করে , কোন উছিলায় রাফির শরীর ছিঁড়ে খুবলে একাকার করে দিলো।।

একটি পর্দায় ঢাকা মেয়ের কাকুতি মিনতি একটুও টলাতে পারেনি বৃদ্ধ মলবির নিয়ত।।
হ্যারে বদমাশ নামাজ পড়ে আল্লাহর কাছে কি এই চেয়েছিলি যে , ইচ্ছেমত খুড়ে খুবড়ে খেতে পারিস একটি তরুণ নারী শরীর?

কিসের অপরাধে তোর দীক্ষায় ছাত্রগুলো
দিলো আগুন মেয়েটিকে।।

রাফি , সেই অতি সাধারণ মেয়েটি আজ ওর অন্ত্রের প্রায় সকল তন্ত্রগুলো যখন অকেজো হয়ে যাচ্ছে ,
জীবন বেলার সায়াহ্নে দাড়িয়ে ওপারে পা বাড়িয়েই দিয়েছে।।

.ওরে পিচাশ তোর বুঝি মেয়ে নেই , বোন নেই
তোর মা নেই?
তোদের বাড়ির মেয়েরা কখনই ধর্ষিতা হয় নারে?

.রাফি সেই অতি সাধারণ মেয়েটির চলে যাবার বুঝি এই এলো সময় , ভেবে শিওরে উঠি।।

রাফি রাফি রাফি
একবারও ক্ষমা করিসনে মা।।
তুই এই সমাজ
এই দেশ
এই ধর্ম গুরুদের মুখে চপেটাঘাত করে
তবে যেতে হয় যদি যাস।।

আমার মতো হাজার লক্ষ নারী তোরই মতো আমরা অসহায় বন্দী অক্ষম

বিচার আর চাইনে।।
কার কাছে চাইবো বল?
কার কাছে?



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান