বিনোদন নিউজ : রক্তদহ বিলের সঙ্গে ইংরেজবিরোধী স্বাধীনতা যুদ্ধের অন্যতম নেতা ফকির মজনু শাহের স্মৃতি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তার বাহিনীর বীরত্বেই রক্তদহ বিলের নাম। আর এই বিলের নামে নির্মাণ হলো ইতিহাস নির্ভর নাটক , রক্তদহ’।
উল্লেখ, পলাশীর যুদ্ধে ইংরেজদের হাতে পরাজয়ের পর স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য প্রথম যুগের স্বাধীনতা সংগ্রামে যে সব বীর যোদ্ধা সম্মুখ সারিতে ছিলেন ফকির মজনু শাহ তাদের অন্যতম। মজনু শাহ গোয়ালির রাজ্যের (বর্তমান ভারত) মেওয়াতে এলাকায় জন্মগ্রহণ করেন। বর্তমান ভারতের কানপুর থেকে চল্লিশ মাইল দূরে তিনি বাস করতেন। এখান থেকেই শতাধিক সশস্ত্র অনুচর নিয়ে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকারভুক্ত বাংলা ও বিহারের বিভিন্ন স্থানে গেরিলা অভিযান চালাতেন। তার কার্যক্ষেত্র প্রধানত বিহারের পানিয়া অঞ্চল এবং বাংলার রংপুর, দিনাজপুর, রাজশাহী, কোচবিহার, জয়পায় কুড়ি, মালদহ, সিরাজগঞ্জ, পাবনা ও ময়মনসিংহ জেলা বিস্তৃত ছিল। তিনি ঢাকা, সিলেট নিম্নবঙ্গের কোনো কোনো জায়গাও অভিযান পরিচালনা করেছেন। বগুড়ার মহাস্থানে ফকির নেতা মজনু শাহর আস্তানা বা প্রধান ঘাঁটি ছিল। ১৭৭৬ খৃস্টাব্দে এখানে তিনি একটি দুর্গ নির্মাণ করেছিলেন। এখান থেকে তিনি বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন। তার মধ্যে আদমদীঘি থানার অভিযানগুলো ছিল উল্লেখযোগ্য। ১৭৮৬ সালের আগস্টে বগুড়া হতে ৩৫ মাইল দূরবর্তী এক স্থানে লেফটেন্যান্ট আইন শাইনের সঙ্গে তার যোদ্ধাদের সংঘর্ষ হয়েছিল। ইতিহাসর্ গবেষণায় দেখা গেছে, এই স্থানটিই ছিল আদমদীঘি থানার রক্তদহ বিল। এখানে বহু ইংরেজ সৈন্য হতাহত হয়েছিল এবং রক্তের বন্যা বয়ে গিয়েছিল। ফকির মজনু শাহের এক যোদ্ধাও এখানে শহীদ হয়েছিলেন। এ কারণেই বিলটির নাম রাখা হয় রক্তদহ বিল। বাংলার ইতিহাসে ফকির মজনু শাহ যেমন চির স্মরণীয় হয়ে আছেন, তেমনি তার যোদ্ধাদের কারণে রাণীনগর, আদমদীঘি এর অনুসঙ্গ হয়ে আছে।
২৫০ বছরের পটভূমি নিয়ে নাটকটির গল্প, সংলাপ, চিত্রনাট্য ভাবনা লিখেছেন, নওগাঁ-৬, আত্রাই-রাণীনগরের সাংসদ, রবীন্দ্র গবেষক, লেখক মো: ইসরাফিল আলম এমপি। এই ঐতিহাসিক পটভ‚মি নিয়ে নাটক বানানোর কারণ জানতে চাওয়া হলে, মো: ইসরাফিল আলম এমপি বলেন: ফকির সন্ন্যাসী মজনু শাহ ও ইংরেজ সৈন্যদের মাঝে যুদ্ধে প্রচুর লোক হতাহত হওয়ায় বিল ভোমরার পানি রক্তের জোয়ারে লাল রং ধারণ করে সেই থেকে বিল ভোমরা ঐতিহাসিক রক্তদহ’ বিল নাম ধারণ করে আসছে। এই ইতিহাসগুলো এ যুগের ছেলে-মেয়েরা জানে না। এছাড়াও এখন টিভি নাটক ও সিনেমায় শুধু মাত্র প্রেম-ভালোবাসার নাটক প্রচার হবার কারণে এ প্রজন্ম দর্শকদের রুচি ও চেতনার পরিবর্তন হচ্ছে না। ইতিহাসও জানছে না। এ কারণে এমন ঐত্যিহাসিক কাহিনি নিয়ে নাটক নির্মাণের উদ্যোগ নেওয়া।
এছাড়াও রক্তদহ’ নাটকটি রচনা করেছেন, এ সময়ের জনপ্রিয় কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল, নাটকটি পরিচালনা করেছেন, মেধাবী পরিচালক, মুরসালিন শুভ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, শ্যামল মাওলা, নাজিরা মৌ, আব্দুল্লাহ রানা, অভি, কেয়া মণি, রাজিন, সানজিদা কাইয়ুম সহ অর্ধশত অভিনেতা-অভিনেত্রী। বিগ বাজেটের এই নাটকটি প্রযোজনা করেছেন, দাগ এন্টারটেনমেন্ট মিডিয়া লি: । সম্প্রতি, নওগাঁ, আত্রাই, রানীনগর, বগুড়ার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির স্যুটিং শেষ হলো। রক্তদহ নাটকটি বেসরকারী কোন টিভি চ্যানেলে প্রচার হবে।
মো. ইসরাফিল আলম এমপি একেধারে চেয়ারম্যান: * অভবিাসন ও উন্নয়ন বষিয়ক সংসদীয় কোকাস, বাংলাদশে জাতীয় সংসদ * অতি দরিদ্র বিষয়ক সর্বদলীয় সংসদীয় র্পাটি বাংলাদেশ * বাংলাদেশ জাতীয় পল্লি-উন্নয়ন সমবায় ফেডারেশন * ওয়েব এ্যাপ বিডি (আইটি সল্যুশন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট)
সদস্য: * সংসদীয় স্থাযী কমিটি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় * সংসদীয় স্থাযী কমিটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় * পরিচালনা পর্ষদ, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) * পরিচালনা পর্ষদ, বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি ( বার্ড) * ভাষা ও প্রযুক্তি সর্ম্পকিত সংসদীয় কমিটি। প্রতিষ্ঠাতা ও চেয়ারমান: * ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশন (রেজি: নং-১১৪৪) * বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট * ইসরাফিল আলম আইনি ও পলিটেকনিক ইনস্টিটিউট * আজিজুর রহমান মেমোরিয়াল একাডেমি * নর্থ বেঙ্গল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট * নর্থ বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট * মাদারকেয়ার স্কুল এন্ড কলেজ * বাংলাদেশ ওয়ার্কার্স ডেভেলপমেন্ট সোসাইটি। চেয়ারম্যান: * বোর্ড অব ট্রাষ্টি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্পাদক: * রবীন্দ্র জার্নাল, পতিসর, আত্রাই, নওগাঁ।
সাবেক সভাপতি: * শ্রম ও কর্মসংস্থান সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি * বোর্ড অব ট্রাষ্টি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় * সাধনা সংসদ। সাবেক সদস্য: * বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি * আই সি টি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি। উপদেষ্টা সম্পাদক: * গ্রাম থিয়েটার জাতীয় কমিটি * দাগ মিডিয়া লি: ,
জাতীয় সংসদ সদস্য: * সংসদ-৫১, নওগাঁ-৬ ( আত্রাই-রাণীনগর)
পুরস্কার: ১১ টি পুরস্কার ও ১৩ টি সম্মাননা স্মারক পুরস্কার অর্জন।