অঞ্জলী রানী দেবীর গুচ্ছকবিতা
অঞ্জলী রানী দেবীর গুচ্ছকবিতা

ডিভাইস রোবট নারী


স্বাধীন আকাশে...

পুরুষের কাছে চাইনি গৃহপালিত পশুর মতো জীবন

নতজানু হয়েছি নারী।

ইলেকট্রনিক্স ডিভাইসের মতো

আমার ভেতর তারা রেখেছে তাদের জগৎ

অফঅন সুইচ্ রোবটের মতো অপ্রাণীবাচক নারীর অস্তিত্ব

মাটির মূর্তির মতো প্রাণহীন।

আমার ভেতর আমি যে মানুষ

সেই মুক্ত সত্তাকে নির্বাসন দিই প্রতিনিয়ত।

নির্দোষ বন্দি কয়েদীর মতো পিতৃতন্ত্রের অনুশাসনে বন্দি,

নতজানু হয়েছি নারী।

 

আমি আজ মানুষের কাছে দাবি নিয়ে এসেছি

স্বাধীন আকাশে নারীকে মুক্ত করে দাও।

 

 

 

সাম্যবাদীমঞ্চে


শুনুন, দেখুন

মানুষ মানুষের ব্যবধান।

সাম্যের পতাকাশোভিত স্লোগান মুখর মিছিলে

স্বাধীনতাকামী বিপ্লবীদের মতো

নারীরা আসছে...

নারী মুক্তির কবিতা নিয়ে সাম্যবাদী মঞ্চে।

আমরা সত্য জেনে গেছি

পুরুষ তোমরা জুপিটারের শক্তি নও

এই বিশ্ব সৃষ্টির একমাত্র কল্যাণকর নও।

আমরা নর আমরা নারী এই পৃথিবীর সম অংশীদার

নারী-পুরুষ আমরা মানুষ সমতার দাবিদার।

 

মৃত নদীর জীবন


সময়ের স্রাতে জীবন...

মৃত নদীর মতো মি

মাছের খেলা নেই, শিশুর হাসি নেই

ঢেউ নেই, শব্দ নেই,

পাখির বিচরণ নেই

মাঝি মাল্লার হাঁক নেই।

সেই মৃত নদীর মতো ধর্ষিতার জীবন

পুড়ে যাওয়া ক্ষতস্থানের মতো জ্বলছে...

সেই আত্ম কান্না অসীম শূন্যে...

কালের ধ্রুবতারা হারিয়ে যায় মহাশূন্যে

আমরা নারী,

আমরা হেরে যাইনি

ধর্ষণের কাছে হেরেছে

আমাদের মুখোশ সভ্যতা।

মানুষ মানুষ

আমাদের ফিরিয়ে দাও সেই শান্তি ধারা

আমরা কী মানুষ নারীর সম্মান ছাড়া?

 

 

 

এ্যালবাম

 

শুনেছো কী?

পশুর চেয়ে হিংস্র থাবার মতো সভ্যের বর্বর লোভ

নারীর এ্যালবামে

যৌন হয়রানি ধর্ষিতার আত্মচিৎকারে

কাঁদছে আকাশ! কাঁদছে বাতাস!

কত ব্যথা! দুঃখ! যন্ত্রণা! কত ক্লেশ

ঘৃণা ! অপমানে মৃত্যুর মিছিলের নেই শেষ।

বিবেক জাগুক মানুষ জাগুক

হাতে হাত রেখে দাঁড়াও নারী

ভয় করো না ভয় করো না

মুক্তির সংগ্রামে আমরাই পারি।

 


উত্তরের কুয়াশায় ওড়ে

 

রঙিন স্বপ্নগুলি উত্তরের কুয়াশায়

ইচ্ছেরা কালো ধোঁয়ার মতো উড়ে যায়...

আমি নারী

রিমোট কন্ট্রোলের মতো জীবন করেছি গ্রহণ।

সেই যন্ত্রণার অঙ্কের মতো ভাষা নেই

জ্যামিতিক সংজ্ঞা নেই

গাণিতিক সূত্র নেই

চুলার আগুনের মতো জ্বলছি!

আমি নারী

আমার শরীরে পশুত্বের ছোবল্ধসঢ়;

বৈষম্যের উপত্যকা

আমি শোষিত, আমার চিৎকার

ভাঙো রূদ্ধদ্বার

বাতাসের আওয়াজ উঠুক, মানুষ ছুটুক

ফুলের মতো ফুল ফুটুক উত্তরে।

আমরা নারী

আমরাও মানুষ

কান পেতে শুনি সমতার ধ্বনি প্রতিধ্বনি

মানুষের প্রাণে প্রাণে...

ডাক ওরে ডাক, গাই মানুষের জয়ধ্বনি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান