আকাশ কামরুল ।। পাঁচটি কবিতা
আকাশ কামরুল ।। পাঁচটি কবিতা
মাকে নিয়ে

মায়ের মুখে ও চোখে রেখে এই চোখ
খুঁজে নিও অনুভবে স্বর্গীয় সুখ!
তোমার খানিক ক্ষতে কাঁপে মা’র বুক
তাঁর চোখ জুড়ে নামে পৃথিবীর দুখ!
মায়ের আঁচল ছুঁয়ে মুছে নিও ঘাম
একটু জড়িয়ে থাকো, ভাবো এর দাম!
মায়ের হৃদয় নীড়ে আছে এক খাম❤️
সেইখানে লেখা আছে তোমার এই নাম…!

একান্ত

তোমার অন্তর্বাসে       আমার অন্তর ভাসে
তোমার ঠোঁটের কোনে      আমার অধর বুনে
তোমার লালার সাথে     আমার লালাভ গাঁথে
তোমার বাহুদোরে      আমার বাহু জুড়ে
তোমার চোখের তারায়      আমার দু’চোখ হারায়
তোমার দেহের ভাঁজে      আমার দেহ সাজে
তোমার গায়ের বাসে     আমার এ মন হাসে
তোমার কপোল-টোলে     আমার দৃষ্টি খুলে
তোমার দন্তফুলে      আমার মনতো ভোলে
তোমার চুলের খোঁপে      আমার গোলাপ রোপে
তোমার কালো কেশ      আমার প্রিয় বেশ!

গন্তব্য
আজ মাঝরাতের শেষে বিমুগ্ধ আলো আসে,
এক ধ্রুপদী পাখি ডাকে শিয়রের পাশে
যেতে হবে দূর-কাছের
ও-বাড়িতে…
স্নিগ্ধ সোঁদামাটির মমতায় লোবানের গন্ধ মেখে
মায়াবি বাড়িতে যাচ্ছি
হে প্রিয় ও প্রিয়…

মনে পড়ে নাকি না 

তোমাকে মনে পড়ে যখন বৃষ্টিগুলো ঝড়ে
তোমাকে মনে পড়ে যখন গাছের পাতা নড়ে
তোমাকে মনে পড়ে যখন বাগানে ফুল ফোটে
তোমাকে মনে পড়ে যখন নদীতে ঢেউ ওঠে
তোমাকে মনে পড়ে যখন মৌমাছিরা ছুটে
তোমাকে মনে পড়ে যখন পাখিরা খায় খুঁটে
তোমাকে মনে পড়ে যখন জ্যোস্না ভিজে রাতে
তোমাকে মনে পড়ে যখন বকুল-সুবাস মাতে
তোমাকে মনে পড়ে যখন লক্ষ মানুষ থাকে
তোমাকে মনে পড়ে যখন একলা হৃদয় আঁকে…
তোমাকে মনে পড়ে
যখন তোমাকে মনে পড়ে না…

এই ফাগুনে 

ফাগুন আসলো হৃদয় হাসলো দিলাম দু’হাত বাড়িয়ে
ঝাপিয়ে পরো বুকের জমিনে যেও না আমাকে ছাড়িয়ে
কোকিলের গান পলাশের ঘ্রাণ কৃষ্ণচূড়ার রঙ্গে
আমার এ মন ছোটে যেতে চায় তোমার মনের সঙ্গে
প্রণয় আগুনে রূপের ফাগুনে হয়েছে আকুলপারা
আমিহারা আমি হয়ে যাই প্রিয় এই যে তোমাকে ছাড়া…


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান