আমায় ক্ষমা করো
আমাকে স্যালুট দিয়ে কবিতা লিখে যে কবি
তার শপথ, আমি কখনো কবিতা লিখিনি
আমার আশির্বাদ নিয়ে বিপ্লবে নেমেছে যে তরুন
তার শপথ, আমি কখনো কবিতা লিখিনি
আমার দৃষ্টি থেকে প্রেম ধার করে যে নারী আজ গর্ভবতী
তার শপথ, আমি কখনো কবিতা লিখিনি
এখানে বাতাস বয় না
এখানে পাখি ডাকে না
এখানে ফুল ফোটে না
অথচ কবিতা লিখতে বাতাসকে বইতে হয়
অথচ কবিতা লিখতে পাখিকে ডাকতে হয়
অথচ কবিতা লিখতে ফুলকে ফুটতে হয়
এখানে বাতাসে ভাসে দ্বিধা
পাখির কণ্ঠে ভয়
ফুলগুলো সব স্বার্থপর হয়ে যায়
হে কবি, আমায় ক্ষমা করো
হে বিপ্লবী, আমায় ক্ষমা কেেরা
হে নারী, আমায় ক্ষমা করো
ইতিহাস
কোনো শাসকই তার শাসনে পূর্ণ নয়
অপূর্ণ শাসনে বিরোধীরা তুলে আনে
শোষণের ইতিহাস; অপূর্ণতায় জেগে ওঠে অসহিষ্ণুতা
আবার ইতিহাস রচিত হয়
তাণ্ডবের ইতিহাস, অত্যাচারের ইতিহাস, বিভেদের ইতিহাস
আমরা আমাদের স্বকীয়তা ভুলে যাই
নতজানু হই অত্যাচারে
আমাদের কণ্ঠ বাজেয়াপ্ত হয়
তারুণ্য ধুঁকতে থাকে বার্ধক্যের প্রাবল্যে
কোনো কোনো তরুণ আছে
ওরা অরুণ হয়ে যায়
আগুনজ্বলা পথে পা বাড়ায়
অত্যাচারী সন্ত্রস্ত হয়ে যায়
ইতিহাস তাদের আশ্রয় দেয় নতুন পাতায়
এভাবে প্রতিটা যুগে, প্রতিটা সময়ে
অত্যাচারের ইতিহাস লেখা হয়