আদিত্য নজরুল এর কবিতাগুচ্ছ
আদিত্য নজরুল এর কবিতাগুচ্ছ

কবি : আদিত্য নজরুল


উদ্বস্তু

এই হাতদুটি যুক্তরাষ্ট্র
ফিউশন রেজারটা শক্তিশালী ইজরাইল

তবে কি অজস্র মানুষের ভীড়ে
আমি একজন হত্যাকারী ?

ক্লীনসেভ করতে করতে
আজ সকাল বেলায়
আমার গালের ভুমি
ফিলিস্তিনের একখন্ড ভুমি মনে হলো

দাড়িগুলো কি তাহলে
একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলো
থুতনিতে, গালে-।
যার অপরাধে আমি
জন্মভুমি থেকে
দাড়িগুলোকে বিতাড়িত করে দিচ্ছি

সেভ করতে করতে মনে হলো
আমি একজন হত্যাকারী

আমার হাতদুটো যুক্তরাষ্ট্র
ফিউশন রেজারটা শক্তিশালী ইজরাইল

ভিন্নপরিচয়

তোমার ডাক নাম ধরে ডাক দিলে
জেগে ওঠে পাড়া,
পৃথিবীর সব পথই পায়ের
কাছে চলে আসে
তোমার ডাক নাম ধরে ডাকলে

তোমার ডাক নাম
খেজুর গাছের নালী থেকে
চুইয়ে চুইয়ে পড়া রস
কেবল ডাকতেই ভালোলাগে

তোমার ডাক নাম
বিন্নি ধানের খই
অবিরত মুখে ফুটতেই থাকে

আগুনের মতো
শিড়দাড়া উঁচু করে
তোমার ডাক নামে ডাকতে ডাকতে
নিজেকে পোড়াতে থাকি

কতো দিন তুমি নেই
তোমার ডাক নাম ধরে ডাকলে এখন
বুকের ভেতর ঘু ঘু ডেকে ওঠে

অদৃষ্ট

গন্তব্যের মানচিত্র তৈরী করে
পা হাঁটছে সেই কবে থেকে...

হেঁটে হেঁটে আমাকে নিয়ে যাচ্ছে
যত্রতত্র...
পায়ের এমনি মুদ্রাদোষ
তাকে নিয়মিত হাঁটতে হবেই

একবার ধরেছিলো
দুরারোগ্য ব্যধি সেই যৌবনে
তখনো আমাকে দুপা
নিয়ে গেছে সরলার বাড়িতে;

মনের শুষ্শ্রুষা না পেয়ে
ফিরে এসে গোপনে দিয়েছি
কপালের দোষ। সেই থেকে আজ অব্দি
যা গেছে কপাল দোষেই গেছে

পা আমাকে নিয়ে গেছে
বাইজী সরাই খানায়
আমি যেনো দিনে দিনে
দুপায়ের ক্রীতদাস হয়ে গেছি

এও জানি পা আমাকে
নিয়ে যাবে মৃত্যুর দিকেও
তবু জেনে বুঝে আমার মতোই
কেন সব দোষ কপালের ঘাড়ে পড়ে !

পথিকৃত

মাছ জলের মতো
আমাদের দুবন্ধুর সম্পর্ক

দুজনে একত্রে হলে
নানা গল্প করি
এবং আক্ষেপ করে বলি
আহা ! মাটির কলস হলে ভালো হতো
তাহলেই
রমনীর কোলে বসে বসে
কেটে যেতো মধুর জীবন

জীবনের ভেতরে আরেক
জীবন, লুকিয়ে রাখতে রাখতে
ভালো লাগেনা এখন
এমন গল্পও আমাদের মধ্যে হয়

সেদিনই ব্যতিক্রম
আমাদের গল্পে উঠে আসে
প্রিয় জীবনবাবুর কথা..

বন্ধু নিজেকে জাহির করতে বললো
লাবণ্য গুপ্তের ব্যদনাই
জীবন বাবুকে বানিয়েছে কবি;

চিতল মাছের ঢেউ
ঠোটে তুলে আমি বললাম
তাহলে আমাকে
দুচারটে
লাবণ্য গুপ্তের খোঁজ দে-না বন্ধু

বিসর্জন

ফ্লিলমের নায়িকার মতো
উর্ধাঅঙ্গ খুলে
প্রেজেন্টার পড়ছে নিউজ

মৃত্যু সংবাদ
এবং নির্বাচন ফলাফল
দেখতে
চোখ রাখছে বুকে

শিরোনামে
অবাধ হয়েছে নির্বাচন:
এবং মৃত্যু সংবাদে
একজন মানুষ, একজন শিক্ষক
একজন কবি ট্রেনে কাটা পড়ে মারা গেছে
তথ্য দিলো

সংবাদ দেখতে বসা লোকটি
নিউজ প্রেজেন্টারকে
ধুর বোকা ড্যাস ড্যাস গালি দিয়ে বললো:
আমি তো দেখতে পাচ্ছি
বিংশ শতাব্দি ট্রেনে কাটা পড়ে গেছে

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান