আবদুল কাইউম এর পাঁচটি কবিতা
আবদুল কাইউম এর পাঁচটি কবিতা
পাঁতিহাসের ধামাইল

কালো ছায়ায় মগজ ছেয়ে গেলে কুশিক্ষার

ঘুঁটঘুঁটে অন্ধকারে গিলে ফেলে সভ্যতার মুখ আর

গুগাইলমুখে পাছা দুলিয়ে পাঁতিহাসগুলো দেখি

ধামাইলে মেতে উঠে ফেসবুকের দেয়ালে

 

আমরা সহমত বলে বলে সত্যায়ন করে দেই

থুঁথনীর জোরে পুঁথি পাঠের দালিলিক ছাড়পত্র

আর মিথ্যের বীজানু ধরে গর্ভবতী হয় আধমরা

ঘুঁনে ধরা সমকালের সকল কীট-পতঙ্গ

 

এমনি চলতে থাকলে একদিন তাদের জন্য অভয়ারণ্য হয়ে যাবে এই জনপদ আর মানুষগুলো

তখন জঙ্গলে গিয়ে আশ্রয় নিতে হবে নিশ্চিত

 



আজকের তাজা খবর


 

ক্যাপা ষাড়'কে বলদ হতে দেখে

গাধা হবার ভয়ে ঠ্যাং হাতে নিয়ে শহরের

দিকে দৌড়াচ্ছে বকনাগুলো; আর জোয়াল কাঁধে

দুধাল গাভী অবিরাম হাল দিয়ে যাচ্ছে হেঁসেলে

 

সাত সকালে মাথা ব্যাথার বাহানায় অফিস

কামাই করে বারান্দায় বসে বসে জাবর কাটছে তিন

পা'ওয়ালা মহিশ'টা; আর খাঁচায় লটকে রং 'চা' হাতে

খবরের হেড লাইনগুলো আওড়াচ্ছে তোতা-ময়না অপর দিকে...

 

পৌষের রোদে ছাদর মুড়ে  ঝিমুচ্ছে শ্রোতা'রা


 

 

শয়তানের কফিনে শেষ পেরেক


 

মেধার সাথে শয়তানের সংযোগ না ঘটলে

শেষমেষ মেধাবীর জীবনে করুন পরিণতি ঘটে

আর শয়তান সংযুক্ত হলেই মেকি সাফল্যের

চরম শিখরে পৌছে যায় সেই মেধাবী...

 

মানুষ না চাইলেও কিন্তু সমাজ সব সময়

মেধাবী শয়তানের হাতে জিম্মি থাকে; যুগে যুগে

অনেক সত্যমানুষের জন্ম হয় আর শয়তানের

কফিনে এক এক করে পেরেক ঠুকতে থাকেন

 

অতঃপর শয়তানের কফিনে শেষ পেরেকটি

ঠুকতে কারো না কারো আবির্ভাব ঘটে আর

শয়তানী কিছু দিনের জন্য কবর দিয়ে দেন;

পরবর্তী শয়তানের উত্থানের পূর্ব পর্যন্ত

 

শয়তানের কফিনে শেষ পেরেক ঠুকতে

কোনো একজনের জন্ম তো হতেই হবে

 


 

কানপড়া


 

ফিফথসেন্সের মাধ্যমে

ডাটা ডাউনলোড হলে মগজে মেমরী সমৃদ্ধ হয়;

আর এর থেকেই শব্দ হয়ে মুখ দিয়ে বেরিয়ে

আসে অভিজ্ঞতালব্দ ক্রিয়া প্রতিক্রিয়া

 

কানপড়া এক বিষাক্ত মরনাস্ত্র

যা কানের মাধ্যমে কারো মগজে লোড করলে

এক সময় কেপনাস্ত্র হয়ে বেরিয়ে আসে

তার একশন রিএকশন

 

এসো কানপড়া এড়িয়ে যাই আর গড়ে তুলি

যুদ্ধহীন বাস যোগ্য এক সুস্থ সমাজ

 


 

কর্পোরেট


 

এক কর্পোরেটের কার্পেটের

ঝুলফি ধরে টান দিতেই বেড়িয়ে এলো

উৎকট পঁচা দূর্গন্ধ আর অজস্র পোকার

কিলবিল করা দৌড়াদোড়ি

 

হায় আল্লাহ! একি অবস্থা?

এতোদিন তাহলে ওরা মুখে বিদেশী

মেকাপ লাগিয়ে ঘুরে বেড়াতো?

 

তাই'তো বলি মানুষের মুখ কীভাবে

এতো পলিশ করা থাকে সর্বদা?

 


 


এমনি চলতে থাকলে একদিন তাদের জন্য অভয়ারণ্য হয়ে যাবে এই জনপদ আর মানুষগুলো

তখন জঙ্গলে গিয়ে আশ্রয় নিতে হবে নিশ্চিত


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান