আবদুস সালাম এর দুটি কবিতা
আবদুস সালাম এর দুটি কবিতা

কবি : আবদুস সালাম

শতাব্দীর ছায়া
 
সাবেকি সম্পর্কগুলো ভেঙে চলেছে  প্রতিদিন
শব্দেরা চাইছে ছুটি

বেহিসেবি দিন ভ্রাম্যমাণ ঢেউ

সম্পর্কে র উঠোনে পাহারা দিচ্ছে জ‍্যোৎসনা
পেঁচাদের উল্লাসে মেতে ওঠে অস্পৃশ্য অভিমান

বানভাসি মরণ জড়ো হয় বিষাদের ঘরে
সংক্রমণ  ঢলে পড়ে মহল্লায়
শতাব্দী প্রাচীন ছায়া নামে আমাদেরঘরে


তীর্থ ক্ষেত্র


ভোরের আকাশ খুলে গেলে  ভেসে আসে সংকেত
সমুদ্রোপকুল ভেঙে জন্ম নিচ্ছে মেঘ
সকাল হলেই দেখি  কিভাবে বৃষ্টি নেমে আসছে বর্ণমালার আকাশে

সেদিন মৃত্যু  ডানা মেলেছিল মেডিকেল চত্বরে
পরাজয় নেমে এসেছিল পাড়ামহল্লায়
বিভেদ মেতেছিল সংকটের সীমানায়
পলাশের রং লেগেছিল  ভাষার তীর্থক্ষেত্রে

 মাতৃভাষার বাঁশি বেজেছিল পৃথিবীর বনে
ময়ূর নেচেছিল হৃদয়ের ঘরে
 অদূরে কৃষ্ঞ বাঁশি বাজিয়ে ছিল  সেই সুরে
 ঘুড়ি রঙের হৃদয় উড়ছে আন্তর্জাতিক বলয়ে
 আজ সব তীর্থক্ষেত্র  উল্লাসে মাতোয়ারা 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান