আমার বাবা । মালেকা ফেরদৌস
আমার বাবা । মালেকা ফেরদৌস

আমার বাবা (১)

('পিতাহ স্বর্গ, পিতাহ ধর্ম, পিতাহি পরমং তপ
পিতরে প্রীতমাপন্নে প্রীয়ন্তে সর্ব দেবতা।')
সুবহে সাদিকের কুসুম আলোয় কোমল হয়ে আসে রাতের আঁধার,
মিনার হতে আযানের সুর ভৈরবী তরঙ্গ হয়ে ছড়িয়ে পড়ে সবখানে,
আর ধাবমান বাতাসের সাথে ছড়িয়ে পড়ে পাখির কূ'জন;
ছায়াশীতল বৃক্ষরা, অরণ্যের পাখিরা, বাগানের ফুলেরা-
আল্লাহর প্রার্থনায় নত হয়ে আছে দেখ- বাবার কণ্ঠ কোমল হতে হতে
রজনীগন্ধার সুবাস হয়ে যেত যেন,- ওঠোতো মামনি, প্রার্থনা কর, নত হও।
বাইরে তাকাও- ফলবান বৃক্ষরা কেমন নত হয়ে আছে দেখ
নত হও- মানবিক অনুতাপে দগ্ধ হৃদয়ের আকুতি জানাও-
তোমার প্রতিপালকের কাছে! তার কথাগুলো দূরাগত কোন
কোন সমুদ্রের ধ্বনির মতই মনে হত, স্নিগ্ধ চাঁদের জ্যোৎস্না যেন
লেগে থাকত তাঁর ঠোঁটে,এখনও তাঁর কোমল হাসির সুমিষ্ট ঘ্রাণ
বৃষ্টি ভেজা মাটির কাছাকাছি নিয়ে যায় প্রতিরোজ। ....

আমার বাবা ( ২ )

বাবা নদীর কথা বলতেন- নদী কেবল সভ্যতা বিনাশীই নয়,
নদীকে ঘিরে যুগ যুগ ধরে সভ্যতার ভিত রচেছে পূর্ব পুরুষেরা;
প্রথম সভ্যতার বিকাশ এখানেই,- নদী আমাদের মাতৃস্তনের মত
হয়েছে প্রথম কৃষির আবাদ,নদীর তরঙ্গমালাকেও জয় করেছেন
তারা,সাঁতরে পার হয়েছেন প্রমত্তা পদ্মা-মেঘনা,
বাঘ-কুমীরের সাথে লড়েছেন,একটা লড়াকু জাতিতে রুপান্তরিত হয়েছেন।
এই যে পূর্ণ শস্যের মাঠ,সোনালী ধানের দোলা সবখানে লেগে আছে তাঁদের
স্পর্শের ছোঁয়া,এখানে রাখ হাত তোমার হৃদয়ও তরঙ্গায়িত হবে,
স্পর্শ কর নদীর শরীর তোমার স্পর্শে ইতিহাস কথা বলবে,
আজ যে মহিমান্বিত বিজয়ের মেঘ স্পর্শ করেছি আমরা-
সে ছিল এক অবিশ্বাস্য লড়াইয়ের গল্প,এক অনন্য সবুজের বিবরণ,
একটা পতাকার জন্য- কত অশ্রু, রক্ত আর ধ্বংস পেরিয়ে এসেছি আমরা
পতাকার দিকে দেখ- দেখ এই মানচিত্র কিভাবে তোমাদের আশাকে
জাগিয়ে রেখে গেছেন তাঁরা আমাদের পূর্ব পুরুষেরা!...

( আমার বাবা-৩ )

বাবার ঐশ্বর্যভরা বুকের ওম এখনও অনুভব করি
অনিঃশেষ স্নেহ,নিয়ত প্রকৃতির পাঠদান-
আমাকে সমৃদ্ধ করেছে,সত্য বলার সাহস দিয়েছে
দিয়েছে স্বাধীনতা, এবং প্রতিবাদ করতে শিখিয়েছে,
শিখিয়েছে কোমল থেকে কোমলতর হতে।

বাবা বলতেন- পাখিরা কি অসীম শূন্যতার মাঝে
ভেসে থাকার কৌশল রপ্ত করেছে,সমুদ্রের সব ক্ষুদ্র
প্রাণীরা তীব্র স্রোতের প্রবাহ,ভয়াবহ সব প্রাণীদের
হাত থেকে বাঁচার একটা পথ খুঁজে নিয়েছে।
প্রকৃতিই হরিণকে শিখিয়েছে অরণ্যের হিংস্র প্রাণীর
সাথে বাস করতে।

জ্ঞানীরা কখনও ধ্বংশ হয়না,অধ্যায়ন কর
উদ্ভাসিত হও,আলোর কণার মত ছড়িয়ে দাও
জেনো, স্বাধীনতা প্রিয় কোন জাতী কোনদিন
কারো কাছে পদানত হয়না।
ইতিহাস, স্বাধীনতা আর মানবতার গল্প
শোনাতেন তিনি।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান