আরিফুর রহমান এর কবিতা
আরিফুর রহমান এর কবিতা
এলো আলাপের দিন

    
১.
এইসব
আলো হাওয়া উৎসব
বড্ড একঘেয়ে লাগে তোমাকে ছাড়া।
তারস্বরে গাইছে যে গায়ক, মিলনের গান
আমি তার গোপন হাহাকার টের পাই,
ফলে মিলনের গানেও কার্যত বিরহের স্পর্শ লেগে থাকে!     
সারাদিন গড়িয়ে গড়িয়ে নেমে যাওয়া—
সূর্যের মতো রঙের হৃদয় আমার;
তাতে পুড়ে যাচ্ছে বিরহগোধূলি,
আর আমি কেবলই লিখে রাখছি অন্ধকার! 
লিখে রাখছি তীব্র হাহাকার! 

অথচ এইসব
আলো হাওয়া উৎসব
আমাদের আলাপে আলাপে মুখর হতে পারত, 
প্রতিটি দিন হয়ে উঠতে পারত বসন্তরঙিন।
আচ্ছা, তোমার কোনো পথ পা বাড়ায় না আমার ঠিকানায়?   


২.
এখনো আমাদের—
মাঠ পেরোনো বাকি, আলপথে;
বাকি, সবুজ পথে হেঁটে যাওয়া 
         খোলা রোদের রং চিনে নেওয়া
         পাখির ডানায় স্বপ্ন বোনা 
         হাওয়ার কাঁধে টুকরো টুকরো গান আর গল্প জমিয়ে দেওয়া....      
এসবই বাকি আছে! 
আমরা তো কেবল শীত পেরিয়ে এলাম কুয়াশা মায়া ছিঁড়ে। সামনে দীর্ঘ বসন্ত-আলাপন কান পেতে আছে আমাদের পায়ের আওয়াজে আলোচিত হবে! অথচ তুমি পথ ঘুরিয়ে নেবে বলে তৈরি!     

তোমাকে হৃদয় দিয়ে ছুঁয়ে দেখবার ইচ্ছে ছিল হৃদয়ে, 
ছিল কি? না না, এখনো খুব করে গেছে রয়ে!

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান