আয়েশা মুন্নির কবিতা
কবি : আয়েশা মুন্নি
আত্মজ কবিতা
জগদ্দল পাথরের বুকে একটি কবিতা লিখতে চেয়েছিলাম
একটা গল্প লিখবো ভেবেছিলাম
একটি উপন্যাস কিংবা উপাখ্যান
লিখবো বলে কত প্রহসনে মঞ্চ সাজালাম...
কিন্তু সেই কিংবদন্তির কাকতালীয় নাটক হলো---!
চরিত্রে সেও মুখ থুবড়ে পড়ে আছে
অন্ধ গলির ওপাড়ে শিরোনামহীন।
গল্প-কবিতা, কবিতা-গল্প
কেহ কারো পরিপূরক নয়,
নয় বিভাজক।
তবুও আর্তস্বরে কাঁদে
পরিচর্যার শব্দরা।
অসীমের উম্মোচন হয়
আত্মার প্রচারে।
নামহীন নদীর শান্ত স্রোতে
বর্ণমালার কারুকাজ।
বোধের পূনরাবৃত্তিতে
হৃদপিন্ডের শুদ্ধি।
চেতনার শৈলচূড়ায়
উষ্ণ সমীরণ।
নতুন হালখাতা খুলে
খসড়া মিলাব
কবিতার গল্পে।
আত্মজ কবিতা।