ইলা লিপি এর কবিতাগুচ্ছ
ইলা লিপি এর কবিতাগুচ্ছ

কবি : ইলা লিপি


চিয়ার্স পৃথিবী তোমাকে ওড়াই


লিপি-
এবার কবিতাকে উড়িয়ে নে বসন্তের হাওয়ায়
শব্দরা টুপটাপ ভেঙ্গে যাক সরল শীৎকারে ;

চিয়ার্স পৃথিবী -

চলো খোলস পাল্টাই -
জবা ফুলের এক-ইঞ্চি গ্রামে এঁকে ফেলি
ওপাড়ার সামাজিক মানচিত্র...

বরং ব্যাকরণ ভুলে কিছু ভুলভাল স্বপ্নকে
দাঁড় করাই মাৎস্যন্যায় চোখে।

যদিকে ফেলে আসি নদীতে -

অব্যয় মুক্ত ব্যাকরণ চাই -

চিয়ার্স পৃথিবী তোমাকে ওড়াই।

ইরেজার

ঘুম পেলে,
ছবি আঁকি বিষণ্ন স্কেচে -
শব্দগুলো ইরেজার হয়ে
সাফ করে যাবতীয় আগাছা,

শালিকের ঠোঁটে ফের আসে ভোর -
ক্যানভাসের ব্যাসার্ধজুড়ে সে নামক মৌসুম

শেষ পাতার গল্পগুলো
বৈকালিক আনন্দে উড়না ওড়ায়,

ইরেজার মূলত হৃদয়ের ডাকনাম...

ক্লান্তি বিষয়ক কবিতা

কতটা পথ পার হলে গন্তব্য খুঁজে পাবো!

ক্লান্তি জমেছে,
উড়ে আসা মৌনতায়।
তালুতে বেতফল ঘ্রাণ, শব্দরা গাঙচিলের পাখায় বসতি চায়,

স্কুল পালানো শৈশবের মতো -

একবার ডুবেছিলাম জলে,
নিশ্বাসের সেকি আকুতি!
অথচ ক্লান্তি নিয়ে রোজ পার হই ট্রেন লাইন,
বড্ড উম্মাদ হয়ে স্বপ্ন উড়াই,

ভালো থাকার আবেশে ব্যস্ত রাখি দরজার খিল,
দারুণ কৌশলে আটকানো কপাট,
সহজেই খুলে যায়...


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান