এইচ এম বাবু মৃধা এর কবিতা
ক্লান্ত পথিক
ক্লান্ত
ভীষণ ক্লান্ত
আজকাল তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত,
তোমার অপেক্ষায় থেকে থেকে বড্ড ক্লান্ত।
এতটাই ক্লান্ত যে নিচের দিকে তাকালে তোমার পা দুটো দেখতে পাই অথচ তোমার মাথা পর্যন্ত চোখ তুলে তাকানোর হিম্মৎটুকু নেই
চেনা পথে হাটতে গেলে তোমার পায়ের ছাপ দেখতে পাই
কোন নির্জন বেলায় পথের বাঁকে বাঁকে হাটলে নুপুরের শব্দ আমার কানে বেজে ওঠে
মনে হয় তুমি আর আমি যেন বৈদ্যুতিক দুটি তারের ন্যায়, কাছাকাছি থেকেও
পাশাপাশি নয়, অথচ এই সামান্যতম দূরত্বটুকু জমিন থেকে আকাশের তফাৎ;
হয়তবা আমি আজ ভীষণ ক্লান্ত কিন্তু এক মুহূর্ত পাশাপাশি থাকার দৃঢ় অপেক্ষা আমার।
পথিক যতোটা ক্লান্ত হোক পথেই কাটে বেলা
পাথের মাঝে পথ খুঁজে যায় পথেই সুখের ভেলা।