একটি শিশুকে দেখার পর - কাজী রুপাই
একটি শিশুকে দেখার পর - কাজী রুপাই
একটি শিশুকে দেখার পর
আমার গন্তব্যের অজস্র ডালপালা
খসে পড়লো মৃত্তিকায়;

আকাশের ভিতর থেকে হামাগড়ি দিয়ে 
নেমে এলো একঝাক পায়রার আকুতি
বাতাসের স্নেহসিক্ত আলিঙ্গনে উড়ছে আমার নির্বাক চোখের তৃষ্ণা র্ত  আহবান

পৃথিবীর সব বিখ্যাত কবিতা যেনো শিশুটির ভেতরে নক্ষত্রের মতো জ্বলছে 
আমি অপার বিস্ময়ে পাঠ করছি
শিশুটির বর্ণময় অস্তিত্বের জলজ ঘ্রাণ 

একটি শিশুকে দেখার পর
স্তব্দতার রৌদ্রকরোটির ভিতর কেটে গেলো হাজার বছর 
দেয়ালের পাজর থেকে বেরিয়ে এলো তেরোশত নদীর ধারা ;

আমার সবুজ রক্তের স্রোত থেকে উড়ে গেলো সমস্ত দুঃস্বপ্নের শকুন

একটি শিশুকে দেখার পর
কবিতার শব্দে বুনুন করেছি ছাপান্ন হাজার বর্গ মাইলের একটি লাল সবুজ পতাকর মানচিত্র ॥


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান