একুশে বই মেলায় ছড়াকার জুসেফ খানের অষ্টম ছড়াগ্রন্থ ‘হাসির ট্যাবলেট’
একুশে  বই মেলায় ছড়াকার জুসেফ খানের অষ্টম ছড়াগ্রন্থ ‘হাসির ট্যাবলেট’

অমর একুশে বইমেলার শেষ সপ্তাহে থেকে বাসিয়া প্রকাশনী (স্টল নম্বর ৬১১) থেকে প্রকাশিত হয়েছে ছড়াকার জুসেফ খানের অষ্টম ছড়াগ্রন্থ ‘হাসির ট্যাবলেট’।

প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন সিনাজ আনহু খান । বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা । ‘হাসির ট্যাবলেট’ এর ছড়াগুলো ইন্টারনেটের ভাইরাল ছবি ও কার্টুন থেকে বর্তমান প্রজন্মকে ছড়ায় আকৃষ্ট করার ভাবনায় লেখা হয়েছে । লেখকের ধারণায় কিশোর থেকে শুরু করে যুবা, বৃদ্ধ সকল বয়সের পাঠকরা বইয়ের ছড়াগুলো পড়ে আনন্দ পাবেন ।

ষাট দশকের শক্তিমান ছড়াকার কাদের নওয়াজ খানের পাঁচ সন্তানের তৃতীয় সন্তান জুসেফ খান ১৯৭৬ সালের ২৯ ডিসেম্বর সিলেটের ভার্থখলার ‘খান মঞ্জিলে’ সাহিত্য পরিবারে জন্মগ্রহণ করেন। সিলেটের রাজা জি. সি. হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর, মদন মোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন।পরবর্তীতে মুরারি চাঁদ কলেজ (এম.সি. কলেজ) থেকে বাংলা সাহিত্য নিয়ে অনার্সে পড়ালেখা করেন ।

১৯৯৮ সনে তিনি আমেরিকার নিউইয়র্ক শহরে পাড়ি জমান । সেখানে নিউইয়র্ক কুইন্স বরো কলেজ এবং নিউইয়র্ক সিটি ট্যাকনিকাল কলেজে পড়ালেখা করে উচ্চতর ডিগ্রি লাভ করেন ।২০১১ থেকে তিন পুত্র এবং এক মেয়েসহ স্থায়ীভাবে ইংল্যান্ডের বার্মিংহ্যাম শহরে বসবাস করছেন ।

তিনি আমেরিকা, ইংল্যান্ড থেকে প্রকাশিত বিভিন্ন বাংলা সাপ্তাহিক পত্রিকা এবং বাংলাদেশের দৈনিক পত্রিকা,সাহিত্য কাগজে নিয়মিত লিখছেন। ইতিমধ্যে ছড়াকার জুসেফ খানের আরও সাতটি ছড়াগ্রন্থ ‘ছাইপাঁশ’, ‘খড়কুটো’, ‘রকমারি’, ‘সোৎপ্রাস’, ‘কীর্তিমানের ছড়া জীবন থেকে গড়া’, ‘কিছু কিছু ছড়ায় ইস্যু’, ‘ইসলামিক ছড়া কোরআন ও হাদিসের আলোকে গড়া’ প্রকাশিত হয়েছে । রকমারি ডট কম থেকে লেখকের কিছু বই অর্ডার দেয়া যাবে ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান