প্রলয় ধেয়ে আসছে চতুর্দিক থেকে
কে মরবে
কে বাঁচবে
জানি না,
জানে না কেউ
শুধু জানি--
কারো যাওয়া না-যাওয়ায়
থামবে না পৃথিবীর
নিরবধি ঢেউ।
এবারের মতো যদি বেঁচে যাই
এবারের মতো যদি থেকে যাই
এবারের মতো যদি ফিরে পাই--
জীবন আবার
আরেকটু পাবো যে-সময়
আমাকে ভাবার।
ভালোবাসবো পৃথিবী
যতটুকু বাসতাম
তারও চেয়ে বেশি;
ভুলে যাবো মানুষের
যতো রেষারেষি।
এবারের মতো যদি বেঁচে যাই
এবারের মতো যদি থেকে যাই
এবারের মতো যদি ফিরে পাই--
পৃথিবী আবার
আরেকটু পাবো যে-সময়
তোমাকে ভাবার।
ভালোবাসবো জীবন
যতটুকু বাসতাম
তারও চেয়ে বেশি;
নিজেকে নিংড়ে দিয়ে
যাবো শেষাশেষি।
প্রলয় ধেয়ে আসছে চতুর্দিক থেকে
জানি না
কে যাবে, কে থাকবে
কে-ইবা জীবনের
জলছবি আঁকবে।
এবারেই যদি যেতে হয়
সব ছেড়ে-ছুড়ে
এবারেই যদি যেতে হয়
মহাকাল দূরে;
হারাতেই হয় যদি
পৃথিবীর চাবি,
বন্ধ ঘরে বসে বসে
মনে মনে ভাবি--
সংসারের সামান্য ঘটনার তির ধরে
একদিন পেয়েছি যে অসামান্য তূণ
অপরূপ পৃথিবীর মাটি,
কিছু কি করেছি তার হিতে ?
না কি কেবলই করেছি সম্ভোগ
অগণন মানুষের শ্রম, আর
ক্রন্দসীর অপরিমেয়
ত্যাগের বিপরীতে ?
মনে হয়--
যা-করার ছিলো
পারিনি কিছুই তার,
শুধু শুধু বয়ে গেছি
পুষ্পশূন্য কুসুমের
আকাঙ্ক্ষার ভার।
শুধু ছড়িয়েছি
বিলাসের মোহমাখা দিন
কুড়িয়েছি জীবনের
মায়াভরা ঋণ।
মাঝে মাঝে মনে হয়--
শুধু শুধু
এই বেঁচে থাকা
ব্যক্তিগত জীবনের
সুখছবি আঁকা।
তার চেয়ে--
যাই
যাওয়াই হয়তো ভালো
নতুন কেউ এসে
নতুন করে
জ্বালবে নতুন আলো।
এবারের মতো যদি থাকতে পারি
থাকবো,
আরও বেশি ভালোবেসে
জীবন-ছবি আঁকবো।
এবারেই যদি যেতে হয়
যাবো
অধরা এই জীবনটাকে
অতলে হারাবো;
চলে গেলে--
আর কিছু না-হোক
এইটুকু জানি
ফুরোবে এ-আমিত্বের
মোহময় গ্লানি।
প্রলয় আসছে ধেয়ে চতুর্দিক থেকে
কে মরবে
কে বাঁচবে
জানি না,
জানে না কেউ
শুধু জানি--
কারো যাওয়া না-যাওয়ায়
থামবে না পৃথিবীর
অনিঃশেষ ঢেউ।