সত্যটাই মিথ্যে
ভালবাসায় গা ভাসিয়ে দিতে নেই
মনের পকেটে যাই থাকুক না কেন
প্রকাশ করতে নেই সবটা
ভুলেও বলতে নেই পরম সত্য।
"সদা সত্য কথা বলবে"
এর চেয়ে বড় মিথ্যে আর কি আছে?
সত্য বলে যে মাশুল দিতে হয় তার হিসেব কে রাখে
কেই বা গুণে হিসেব রাখার দিন রাত!
যাই কর দোষ তোমারই হবে এটাই সত্য
একেই চিরন্তন সত্য মনে করে হাঁটতে থাকো রাস্তায়
দিন গুণতে গুণতে দেখবে একদিন দিনের হিসেব আর নেই
অর্ধনিমীলিত চোখে দেখতে পাবে পৃথিবীর ধুষর রং।
নদীর তাল লয় চোখে পরবে খুব
গাছের সবুজ পাতা রুপসী মেয়ের মতোই মনে হবে,
বৃষ্টির ফোটার শব্দে ঘুম পাবে দারুণ
ভুলের হিসেবে গোলমাল হবে সবচেয়ে বেশি।
আবেগি মন চুপ হয়ে গুণবে সেই পুরাতন দিন
ছোট্ট বেলার হাসির শব্দ কানে বাজবে নিজের অজান্তেই,
হারিয়ে যাওয়া বন্ধুদের দেখতে পাবে চোখের সামনে
পুরানো স্বপ্নগুলো নিজের বুকই
খুবরে খাবে রোজ।
পম্পেই
অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রাখি মনের স্থবিরতা
তল খুঁজে না পেয়েও উপলব্ধি ছুঁয়ে যায় কান্নার অবলা কথা,
শব্দগুলো ফুঁপানিতে রুপ নেয় না
গাল বেয়ে নামে নিঃশব্দে।
ঈশ্বরের আদেশে সাগরের জল ছুঁয়ে যায় না আরেক সাগর
আমার কান্নাও ছুঁয়ে যায় না কারও
দৃষ্টি
বুকের মাঝেই সৃষ্টি করে অগ্নুৎপাত
ফেটে পরি আমি টুকরো টুকরো হয়ে
পম্পেই সৃষ্টি হয় অনাগত কালের তরে।