ওয়াহিদ জালাল এর কবিতা
আত্মকাব্য
আমি আর কার নাম চিৎকার করে বলবো যে
প্রতিদিন তোমার ছায়ায় ছায়া রাখে মিলিয়ে!
তুই কী জানসনা রে ওয়াহিদ
প্রিয় বইটি যখন চোখের খুব কাছাকাছি থাকে
কোনদিনই তার অক্ষরগুলো তার মনের আকুতি
কারও পড়া হয় না!
আত্মকাব্য
শিকড়ের দীর্ঘশ্বাসে
বৃক্ষের সবুজ কেশগুলো ঝরে পড়ে
আয়ুর প্রতিবাদে
বুকের ভিতরেই জীবন যায় মরে!
তারপরও
এবাদতের চেয়ে
উত্তম কিছুই নাইরে ওয়াহিদ,
আত্মার দলিলে আছে কী লিখা
যে তুমি খতিয়ান মিলাতে নিজের ঘরেই কাঁটলে সিঁদ!