কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের অবস্থা স্থিতিশীল
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের অবস্থা স্থিতিশীল

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মলয় ভৌমিক। হাসপাতালটিতে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

গত শনিবার সকালে রাজশাহী থেকে ঢাকায় এনে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরে রাত ৮টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। নিউমোনিয়া, ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছেন হাসান আজিজুল হক।

অধ্যাপক মলয় ভৌমিক গতকাল রবিবার সন্ধ্যায় বলেন, ‘উনার নিউমোনিয়া, ফুসফুসের সংক্রমণ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পর উনার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। এখন ফলাফল আসার পর পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। আপাতত উনার অবস্থা স্থিতিশীল আছে। বার্ধক্যজনিত বিভিন্ন রোগও রয়েছে, যার জন্য উনার চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড সতর্কতা অবলম্বন করছে।’

কিছুদিন আগে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ও হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন হাসান আজিজুল হক। করোনা পরিস্থিতির কারণে বাসায় রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত শুক্রবার রাতে হাসান আজিজুল হকের শুভাকাক্সক্ষীরা জুম মিটিংয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যরাও তাতে সম্মত হন। জুম মিটিংয়ে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মলয় ভৌমিক অংশ নেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান