কবি ও কথাসাহিত্যিক জব্বার আল নাঈমের জন্ম ১১ নভেম্বর ১৯৮৬ সালে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৪ নং নারায়নপুর ইউনিয়নের বদরপুর গ্রামে। পিতা কফিল উদ্দিন প্রধান ও মাতা আমেনা।
ছোটোবেলা থেকেই জব্বার আল নাঈমের সাহিত্যের প্রতি ভীষণ আগ্রহ ছিল। সেই থেকে লেখালেখির হাতেখড়ি। ২০০২ সালে এসএসসি, ২০০৪ সালে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পরবর্তীতে হিসাব বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেন। এরপর কর্মজীবনের শুরু হয় সাংবাদিকতা দিয়ে। ২০১৭ সাল থেকে একটি প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।