কবি জব্বার আল নাঈম- এর জন্মদিন আজ
কবি জব্বার আল নাঈম-  এর জন্মদিন আজ

কবি জব্বার আল নাঈম



কবি ও কথাসাহিত্যিক জব্বার আল নাঈমের জন্ম ১১ নভেম্বর ১৯৮৬ সালে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৪ নং নারায়নপুর ইউনিয়নের বদরপুর গ্রামে। পিতা কফিল উদ্দিন প্রধান ও মাতা আমেনা।
ছোটোবেলা থেকেই জব্বার আল নাঈমের সাহিত্যের প্রতি ভীষণ আগ্রহ ছিল। সেই থেকে লেখালেখির হাতেখড়ি। ২০০২ সালে এসএসসি, ২০০৪ সালে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পরবর্তীতে হিসাব বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেন। এরপর কর্মজীবনের শুরু হয় সাংবাদিকতা দিয়ে। ২০১৭ সাল থেকে একটি প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।

প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে:
কবিতা:
০১. তাড়া খাওয়া মাছের জীবন (প্রকাশকাল ফেব্রুয়ারি, ২০১৫, প্রকাশক শুভ্র প্রকাশনী)
০২. বিরুদ্ধ প্রচ্ছদের পেখম (প্রকাশকাল ফেব্রুয়ারি, ২০১৬, প্রকাশক বিভাস প্রকাশনী)
০৩. এসেছি মিথ্যা বলতে (প্রকাশকাল জুন, ২০১৭, প্রকাশক চৈতন্য প্রকাশনী)

কিশোর উপন্যাস:
০৪. ‘বক্সার দ্য গ্রেট মোহাম্মদ আলি’ হলো জীবনীমূলক কিশোর উপন্যাস। ২০১৮ সালে অন্বেষা থেকে প্রকাশিত হয়।

সম্পাদক:
চতুরঙ্গ (ত্রৈমাসিক পত্রিকা)

পুরস্কার ও সম্মাননা:
দাগ-রবীন্দ্র জার্নাল সাহিত্য পুরস্কার

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান