বাংলাদেশের প্রথম সারির সেরা প্রকাশনা প্রতিষ্ঠানের সর্বাধিক বিক্রিত বই নিয়ে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বইমেলা ‘বেস্টসেলার বই উৎসব ২০১৯’ শুরু হয়েছে।
রাজধানীর কাঁটাবনে ১০৯ কনকর্ড মার্কেটের নিচতলায় শুক্রবার বিকেল ৫টায় শুরু হওয়া এ মেলা চলবে ১০ আগস্ট পর্যন্ত। মেলায় সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড়ে মিলবে বেস্টসেলার বইগুলো। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা। এ ছাড়া বইমেলায় পাঠকের জন্য থাকবে শুভেচ্ছা উপহার। এ ঈদে বই হোক আপনার ঈদ আনন্দের সঙ্গী।
মেলায় অংশ নেয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অনন্যা, অনুপম প্রকাশনী, কাকলী প্রকাশনী, সন্দেশ, পার্ল পাবলিকেশন্স, অনিন্দ্য প্রকাশ, চারুলিপি প্রকাশন, নালন্দা, ভাষাচিত্র, বাংলানামা, নওরোজ, কিতাবিস্তান, শব্দশৈলী, মুক্তদেশ প্রকাশন, আদর্শ, আফসার ব্রাদার্স, মম প্রকাশ, পাললিক সৌরভ, এশিয়া পাবলিকেশন্স, অক্ষর প্রকাশনী, বিভাস ইত্যাদি।
আয়োজক প্রতিষ্ঠান ভাষাচিত্র ও দেশের বইয়ের কর্ণধার খন্দকার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ঈদ আয়োজনে উপহার হিসেবে বইকে জনপ্রিয় করার জন্যই এ উদ্যোগ। একইসঙ্গে বেস্টসেলার বইগুলোকে আরও বেশি পাঠকের হাতে তুলে দেবার জন্য সর্বোচ্চ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে মেলায়।’