কাজী শাহেদ এর কিছু কবিতা
কাজী শাহেদ  এর কিছু কবিতা

আহারে জীবন!

ভান করে থাকা সারসের ঠোট উজ্জ্বল থেকে উজ্জ্বলতর
জীবনের হিল্লোলে জৌলুশ আর মিথ্যে মোহ!

আহারে জীবন! তুমি তোমার কর্তব্যে নীতিকথায় শুধুই আর কোন ভালো জীবনের  
ভান করে করে জৌলুশ মেখে!

জীবন...
তোমার জীবন কোথায়? 
কোথায় তোমার বেচে থাকা?


সমুদ্র কথন

পুনর্জন্মেও থাকে গত জন্মের ক্লেশ
ভুলে যাওয়া ক্ষতচিহ্ন 
থাকে অশ্বারোহীর সমুদ্র কথন।
তাই শুধু ক্লেশ আর ক্ষতচিহ্নের ভয়ে এজন্মের পথচলা থেমে যাবে!
ভাবলে কি করে!
একটা কালো মেঘ কতটাই পারে আকাশকে ঢেকে দিতে?
এজন্মের পথ চলা হবে অশ্বারোহীর
এ জন্মের পথ চলা হবে ক্ষতচিহ্ন মুছে আলোকিত হবার।


এক পশলা বৃষ্টি

আমি না হয় বৃষ্টি হবো
এক পশলা বৃষ্টি 
আছরে পরবো
ঝাপটে ধরবো
মুছে দিবো তোমার সকল দুঃখ গুলো।

জমে থাকা ধূলোর প্রাচীর তাও নাহয় মুছে দিবো

এক পশলা বৃষ্টি হয়ে তোমায় না হয়  জীবন দিবো

নতুন দিনের আলো হয়ে 
তোমার চোখের তারায় তারায় আদূরো ধূলোর বাতি হবো।
বিনিময়ে একটু না হয় আামর চোখে ধূলো এলো
ক্ষতির হিসেবে খুব বেশি কি!
এক পশলা বৃষ্টি হয়ে শুদ্ধতাতে অসুদ্ধ হই!
খুব ক্ষতি কি!


সাফল্য 

এইসব বিরোধ এইসব জংধরা মনন 
মিছে হাহাকার 
কি যায় আসে জীবনের মর্যাদার

শিকারীর লালসায় শূন্য নীড়
কংক্রিটে মাংসল ভোজ
বেড়ে ওঠা  ললাট
বিজয়
রঙিন বেলুন
উচ্ছাস
সাফল্যের হীরক পালক।



বনসাই পৃথিবী

সারসের মুখ নিয়ে বেড়েওঠা সরিশৃপ
কর্মঘন্টা গুনে জেগে থাকে
জেগে থাকে পৃথিবীর চোখ হবার অহং নিয়ে
বনশাই পৃথিবী স্বপ্নে বিভোর
প্রকান্ড পাখা নিয়ে উড়ে বেরায় সিসিলি থেকে অন্ধকার দেবদারুর বন
খুজে ফেরে সারসের ঠোট সোনালী চিবুক!


গনতন্ত্র 

সংখ্যায় তুমি কম তাই তুমি দুর্বল!
এটা গনতন্ত্রের কথা।
যদি শেয়ালের আধিক্যে থাকো
তবে তোমার রাজা শেয়াল হবে, 
তুমি বাঘ সিংহ যাই হও!
এটা গনতন্ত্রের কথা।
গনতন্ত্র আজ সংখ্যার আধিক্য থাকে শক্তির আধিক্যে!
শক্তির আধিক্য থাকে পশুত্বে, থাকে জঙ্গলে 
সেখানে জোর যার সংসার তার।। 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান