কামরুল হাসান কামু-এর কবিতাগুচ্ছ
কামরুল হাসান কামু-এর কবিতাগুচ্ছ
হাওয়া
         

এই জীবনে-
একলা হাওয়া,সঙ্গ দিলো বিপুল গল্প নিয়ে।
সেই গল্প আঁতুড়ঘর থেকে কবর পর্যন্ত-দীর্ঘরেখা হয়ে গেলো।

গৈরিক আকাশের সংসার,
জলজ জীবন,মাটির পিরিচে পিরিচে বৃক্ষের সমাহার
পাখি কিংবা মানুষের ঘর,
সবকিছু আপন স্মৃতি হয়ে যাবে 
যখন একলা হাওয়া সঙ্গ ভাঙ্গবে খুব গোপনে।



মাঠের কাছে


 সটিগন্ধামাঠ কি কথা বলো?কেমন করে বলো?
 -ফিরে আসতে হয়।
 সেসব কাজলবর্ণা দিনে,প্রিয়াও অমন গন্ধ মেখে ডাকতো।
 থোকা থোকা কাশফুল বুকে,কেমন করে তাকাও?কেমন 
করে?
 -ফিরে আসতে হয়।
 সেসব রৌদ্রে,প্রিয়াও অমন করে মেঘরঙ মাখতো,ডাকতো আমায়।
 সমুদ্র দেখাতো নীল আঁচলে,মেঘফুল পরশে বউচি খেলতাম এই মাঠে।
 মনে পড়ে?পড়ে মনে?
 ও মাঠ,আরো ডাকো,ডাকো আমায়।


 সংসার


 ধরো,
 ক্রমশ মারা যাচ্ছি অতীত চিঠির ভেতর
 অক্ষর ছুঁয়ে বাঁচাবে তো?
 ধরো,
 ক্রমশ ভুলে যাচ্ছি স্মৃতিচিহ্ন
 সে সব আঙুলের ডগায় এনে দেখাতে পারবে তো?
 ধরো,
 প্রিয় নদীটার কথা ভুলে যাচ্ছি
 নদী হতে পারবে তো?
 অরুণিমা,এইসব মিছেমিছি আবদার
 তবে?চোখে-মুখে রোদছায়া খেলা,রাঙাভোর,বকুলমালা
 সবুজঘাস,ঝাউবনে পেতেছে সংসার।

পুরানো বাতিঘর


 এইসব দিন-রাত্রির কাছে কি চাওয়ার ছিলো?বাতিঘরে উল্লাস?বিষাদের ঝুল?
 বাদামপাতা চোখজোড়া জোছনা চেটেপুটে খেতো ফলসে পাতায়,কিসের আশায়?
 সেইসব ছায়াময় রাতে তোর আলোমুখ চেয়ে কণ্ঠে তুলে দিতাম গানের মধুকলি,কিসের আশায়?
 পূর্ণিমাবাসর?দীর্ঘ পথবিহার?বোধন খেলায়?
 সেইসব ঝুমবৃষ্টির পর কার সাথে খুঁজতাম ডেউয়া,ডেফল?সব ধুঁয়াশা?
 সেইসব দিনে কার পায়ে লেগে থাকতো শেওলা কাদাজল?সব কুয়াশা?
 অরুণিমা তুইতো ভুলে গেছিস ঝুল ফেলে, সুরপাড়ায়,যেভাবে পৃথিবীর কিছু মানুষ ভুলে যায়।
 এইসব দিন-রাতে আমিতো ভুলিনি,আলোছায়া খুঁজি,পুরানো বাতিঘরে।


সম্ভাবনা


আলোর অপর নাম দিলাম সম্ভাবনা,কি বলো অরুণিমা?
যেমনটা মায়ের গর্ভে-ফুলের গর্ভে,
যেমনটা মাটিতে কিংবা বুকের মাঝে,কি এক
কুসুমদ্যোতনা!

ফাঁকি দিওনা,
যে ডাক দিয়েছে ফসলের জোয়ারের মতোন
অরুণিমা,তারে ফাঁকি দিওনা
যে পিতা বুনে দিয়েছে আমাদের বুকে স্বপন।

ফাঁকি দিওনা,
যে বুনে দিলো লাউ-কুমড়োর বীজ ভিটেমাটিতে
অরুণিমা,তারে ফাঁকি দিওনা
যে মায়ের বুকে,আন্ধার রাতেও জ্বলে আমাদের স্বপন,ফসফরাসের ওপর আলোর ঝিলিকের মতোন
অরুণিমা,তারে ফাঁকি দিওনা।

ফাঁকি দিওনা,
যে মানচিত্রে ঘুরে ঘুরে বেড়াও বুলবুলি পাখির মতোন
অরুণিমা,তারে ফাঁকি দিওনা
যে জাগায়েছে তোমার আমার মননে সম্ভাবনা
পোলার স্টারের মতোন
 অরুণিমা,তারে ফাঁকি দিওনা।
  ফাঁকি দিওনা,
আলোর অপর নাম দিলাম সম্ভাবনা,কি বলো অরুণিমা?

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান