একটি কলম
একটি কলমের সাথে বেঁচে থাকি
তার ভিতর স্বপ্ন , আশা ,আকাঙ্ক্ষা বাঁচিয়ে রাখি ।
সে ভোরের নরম আলোর স্পর্শে জেগে ওঠে
অন্ধকার থেকে আলোর দিকে যেতে চায় ।
একটি কলম আমাকে সত্যের মুখোমুখি দাঁড় করায়
চেতনে -অবচেতনে ,দুরন্ত কোন বাঁকের মুখে ,
এই আলোকে সাক্ষী রেখে ইতিহাস লিখতে চায় ।
একটি কলম গনগনে আগুন হয়ে ওঠে দুর্জয় সাহসে
পোড়ে আর পুড়িয়ে নিঃশেষ করে দিতে চায়
আগুন জ্বলে ,ভস্ম হয় , ছাই হয়ে উড়ে যায় ।
একটি কলম ধাত্রীর মত শুশ্রূষা দিতে পারে
সব ক্ষত মুছিয়ে দেয় অশ্রুজলে , ভালবাসায় ,
আশ্রয় দেয় ,সান্ত্বনা দেয় মায়ের মত ।
একটি কলম ভালবাসার মন্ত্রে বাঁচে
অলৌকিক তার পবিত্র স্পর্শ
ফুলের মত ,শিশুর নিষ্পাপ দৃষ্টির মত ।
একটি কলম প্রশান্ত , নির্লিপ্ত ,নীরব
সে শান্তি চায় যত কলরবের মুখে
একাকী নির্জনে সন্ন্যাসীর মত সাধনায় বসে ।
একটি কলম পাকদণ্ডীর পথে ঘুরতে ঘুরতে
জন্ম থেকে জন্মান্তরে উড়ে যায় ...
সীমা থেকে অসীমের দিকে , অনন্তের পথে ।
সেই কলমে বেঁচে থাকে আমার আত্মা ।