ক্যামেরার কবি নাসির আলী মামুনের জন্মদিন আজ
ক্যামেরার কবি নাসির আলী মামুনের জন্মদিন আজ

নাসির আলী মামুন (জন্ম জুলাই , ১৯৫৩) মামুন ১৯৫৩ সালে ৎকালীন পূর্বপাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) মৌলভীবাজার জেলায় জন্মগ্রহন করেন

 একজন বাংলাদেশি প্রতিকৃতিআলোকচিত্রীলেখক এবং সাক্ষা ৎকারগ্রহীতা।

শিল্পাঙ্গনে তিনি "ক্যামেরার কবি " হিসেবেও বেশ  পরিচিত বাংলাদেশের প্রতিকৃতি আলোকচিত্রাঙ্গণে গত চার দশকের বেশি সময় ধরে তিনি অগ্রণী হিসেবেও ভূমিকা রাখেন। সাধারণ নারী-পুরুষের পাশাপাশি তিনি জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রায় শতাধিক কবি, শিল্পী, লেখক, রাজনীতিবিদদের প্রতিকৃতি ক্যামেরায় ধারণ করেছেন

নাসির আলী মামুনশৈশব থেকে ক্যামেরা নিয়ে ঘুরে বেরিয়েছেন। ১৯৬৯ সাল থেকে গত ৪৫ বছর ধরে তিনি শুধুমাত্র প্রতিকৃতি আলোকচিত্রে ধ্যান-সাধনা করেছেন। ১৯৭২ সালে বাংলাদেশে তিনি প্রথম প্রতিকৃতি আলোকচিত্র ধারার অবতারনা ঘটান। বাংলাদেশের শিল্পী পরিতোষসেন, কামরুলহাসান, এসএমসুলতান, কাজী আবুল কাশেম, আমিনুল ইসলাম, যোগেনচৌধুরী, সুহাসচক্রবর্তী, দেবদাসচক্রবর্তী, মনিরুলইসলাম, শাহাবুদ্দিনআহমেদ, মোহাম্মদইউনূস, সন্তুর সম্রাট শিবকুমার শর্মা, ঠুমরি রানী বিদুষী গিরিজা দেবী, কবি শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, বরেণ্য শিক্ষাবিদ আবদুর রাজ্জাক, আহমদ ছফা, আবদুলহামিদখানভাসানী, শেখমুজিবুররহমান, সুফিয়াকামাল, জসীমউদ্দীন, শামসুররাহমান, আখতারুজ্জামানইলিয়াস, বদরুদ্দীনউমর, গুন্টারগ্রাস, অ্যালেনগিন্সবার্গসহ শতাধিক খ্যাতিমান ব্যক্তির প্রতিকৃতি আলোকচিত্রী মামুনের ক্যামেরায় অর্ন্তভূক্ত হয়েছে। কবি শামসুর রাহমান তার সম্পর্কে এক সাক্ষাৎকারে তাকে ক্যামেরার কবি বলে মন্তব্য করেছেন

সত্তরের দশকে বাংলাদেশে তিনি প্রথম প্রতিকৃতি আলোকচিত্রের সূচনা করেন। পাশাপাশি লেখক এবং সাক্ষাৎকারগ্রহীতা হিসেবে তার ১১টি বই প্রকাশিত হয়েছে। তার তোলা প্রতিকৃতি আলোকচিত্রের সংখ্যা পাঁচ হাজারের বেশি। এছাড়াও পঞ্চাশের অধিক একক আলোকচিত্র প্রদর্শনি আয়োজিত হয়েছে

২০১৩ সালে ষাটতম জন্মবার্ষিকীতে,তার সাক্ষাৎকার অবলম্বনে নাসির আলী মামুন: তার আলো তার ছায়া নামে একটি বই প্রকাশিত হয় ২০০৯ সালে নাসির আলী মামুনের কাজের উপর ভিত্তি করে মন্জুরুল আলম পলাশ "পোয়েট অব ক্যামেরা" শিরোনামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন

তার প্রকাশিত গ্রন্থ তালিকা
  • গুরু
  • কীতৃমানের মুখচ্ছবি (২০০১)
  • গুন্টার গ্রাসের ঢাকা আবিষ্কার
  • আহমদ ছফার সময়
  • ঘর নাই (২০০৭)
  • শামসুর রহমান আল মাহমুদ তফা সাক্ষা (২০০৯)

 

 



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান