গাফফার মাহমুদের কবিতা
গাফফার মাহমুদের কবিতা


             
 বধ্যভূমি, যুদ্ধদিনের গল্প

নদীসন্ধ্যা প্রমত্তা সন্ধ্যানদী বুকে বয়ে চলে রক্তস্রোত অবিরাম জলধারা
বুলেটবিদ্ধ হাহাকার ভেসে যায় অর্ধমৃত মানুষ, মানুষের আকুতি-
বৃষ্টির মতো ঝরে পড়া ক্রমশ বারুদ পোড়াগন্ধ পৈচাশিক হত্যাযজ্ঞ
লাশের রক্তে নৃত্য খেলে রোজ আল শামস বাহিনী শর্ষীনার পীর।
প্রিয় পিতামহ ভিটেমাটি রক্ষায় হামাগুড়ি চোখজুড়ে কান্নার জল
বর্বরতার পাশা খেলে বয়োবৃদ্ধ পিতামহের গুলিবিদ্ধ নিথর দেহে
একটা মায়ের করুণ আকুতি শিশুকে স্তনদান বুকফাঁটা চিৎকার
রক্তের হোলি পৈচাশিক হাতের মুঠোয় কাটাস্তন নারকীয় বীভৎসতা
বুভুক্ষু কুকুর, গুলিবিদ্ধ মানুষ বাঁচার লড়াই তড়পায় বুক অপরাধী চোখ !
জমিনে পঁচা ক্ষয়ে যাওয়া দেহ, আমরা পা ফেলবো কোথায় ?
ধ্বংসস্তুপ ভিটে, পুড়ছে ধর্মীয় পুস্তক, মানুষের লাশ
সাতব্যক্তির এককবর পিরোজপুর স্মৃতিপট
স্বজন হারানো স্মৃতিময় বধ্যভূমি গল্প বলে চলে মুক্তিযুদ্ধ ইতিহাস ! 

চিঠির গল্প বলি, কেবলই ... 

পুচ্ছ মেঘ অক্ষর মুলুকে লিখি চিঠি আজও
হেমন্তে রোদ ঝিলিক মাড়াই ধানের ঘ্রান ;
উঠোনে উঠোনে গোবর লেপা প্রত্যুষে  মাতাল বধু
ছোপ ছাপ পদচ্ছাপ রেখে যায় ধানলক্ষ্মী বউ!
মৃদৃ মন্দ শীত হাওয়া এলো বুঝি খয়েরী ধানশালিক
বাবুই পাখি ধান শিকার ছোটাছুটি লুটোপুটি ...
অদূরে ধান ক্ষেত দন্ডায়মান তালগাছ—
কিচির মিচির আনন্দ কোরাস গাইছে বাবুই দল।
সকালে যুবককুল কেটে যাচ্ছে ক্রমাগত আইল জুড়ে পাকা ধান
অলস বিকেলে রাখাল চিঠি লেখে মেঘ বারতায় বাঁশী সুরে
' তুমি আজ কতো দূরে ' জগম্ময় মিত্র বাবুর মতো—
কবিতা গান বাঁধি চিঠির গল্প বলি কেবলই!


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান