হে বিজয়
আমাদের গৌরব আমাদের বিজয়
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে এই জয়।
রক্তের দামে পাওয়া এই বাংলাদেশ
স্বাধীন ভাবে বেঁচে থাকার এই দেশ।
ভাষার জন্য মুক্তিকামি মানুষের জন্য এই স্বাধীনতা
আজ তোমার রক্তের সাগরে থমকে গেছে বাংলার মৃত্তিকা।
হারিয়ে গিয়েছে সেইদিন মাগো
যেইদিন মুক্তিকামী মানুষ এনেছিলে স্বাধীনতা।
এখনো তোমার বুকে গঁজায় দূষিত সবুজ গাছ
এরা চায়না স্বাধীনতা, এরা চায় পরাধীনতা।
সকল শহীদের রক্তের নদী হয়ে গেছে নিরবধি আজ
আজ নেই মানুষের মাঝে আর সেই বিবেক।
আজ জ্বলছে তোমার স্বাধীনতার বুকে আগুন
দাউদাউ করে লেলীহান শিকার মত দূষিত বাতাস এখনো বিশুদ্ধ হয়নি।
বিজয়ের মাস আসলে মাগো মনে পরে সেই স্বাধীনতার ইতিহাস
এখনো তোমার তরে হাজারো নারী, কিশোরী ,শিশু হারাচ্ছে তাদের সম্ভ্রম
এখনো হাজারোও তরুন হচ্ছে শহীদ দেশের তরে
তোমার কুলে নাই কারো স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার,
আজ ওই হায়েনারা বাঁচতে দেয়নি।
জ্বলছে তোমার বুকে আগুন
আবার হবে যুদ্ধ দেশের জন্য তোমার মৃত্তিকার জন্য
উড়বে আবার স্বাধীনতার পতাকা
আর কেউ নীরব রবে না অত্যাচার বাঁধ ভেঙে গেছে
ওরা আজ ফুল থেকে আগুন হয়ে দাঁড়িয়েছে
জ্বলবে আগুন আসবে ফাগুন
তুমি রক্ষা করো তুমি রক্ষা করো,
এই মোর আহবান ।।
কাঁদে আকাশ
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে শুভ তারা।
খোদা ছাড়া কে পারিবে দিতে জগত সাড়া।
পাখি কাঁদে বৃক্ষ কাঁদে, কাঁদে দুনিয়ার নদীলানা
কালো হয়ে আছে আকাশ এ মনে যে কিসে যন্ত্রণা।
ভয়ে কাঁদে আমার অন্তর কাঁদে আমার মন
সারা বিশ্বে লাগল এ কিসের গ্রহণ?
মন পাখি কেঁদে বলে পাখি কেন ডাকে?
এত রাতে শুনি নি কখনো পাখি কভু ডাকে
মন যে বলে খোদার কাছে এ কিসের সংকেত দিলো যে হে পরম দয়াল?
তাই-তো আমি আরজ করি গ্রহণ থেকে মুক্তি দাও ওহে অন্তর্যামী ।
বিজয় তুমি
বিজয় তুমি বাংলার গগণে লাল সবুজের পতাকা ,
বিজয় তুমি বাংলার গণ মানুষের স্বাধীনতা।
বিজয় তুমি আমার মায়ের মুখের হাসির ছবিটা ,
বিজয় তুমি সাজ বেলায় মেঘের কবিতা।
বিজয় তুমি সকলের প্রিয় স্বাধীনতা,
বিজয় তুমি সহস্র শহীদের আত্মার বিনম্র শ্রদ্ধা।
বিজয় তুমি মুক্ত আকাশে পতঙ্গ হয়ে উড়ে যাওয়া,
বিজয় তুমি মায়ের বুকেতে শান্তিতে ঘুমিয়ে পড়া খোকা,
বিজয় তুমি আনন্দ উল্লাসে মেতে থাকা ।
বিজয় তুমি ইচ্ছে মত নদীর কুলে ভেলায় ভাসা,
বিজয় তুমি ধান-শালিকের মুক্ত সুরের কথা ।
বিজয় তুমি বাঙালির শান্তি সুখের পায়রা ,
বিজয় তুমি মনের সুখে নীল আকাশের মুক্ত পাখি।
বিজয় তুমি সকালের শিশির কণা
বিজয় তুমি স্বাধীনতার স্বর্গীয় উদ্যান।
বিজয় তুমি মুক্ত হয়ে নিঃশ্বাস ফেলা
বিজয় তুমি গাঁ জোড়ানো শীতল বাতাস
বিজয় তুমি সবুজের বুকে রূপের বাহার
বিজয় তুমি বাঙালির কাছে অমৃত সুধা।