ছড়াকার জুসেফ খানের করোনা কালের ছড়া
ছড়াকার জুসেফ খানের করোনা কালের ছড়া



জন্ম-১৯৭৬ ইং, সিলেট (খান মঞ্জিল,ভার্থখলা)
বাবা- ছড়াকার কাদের নওয়াজ খান ।
মা- সুলতানা খান - গৃহিণী ।


শিক্ষা - ( কম্পিউটার সিস্টেম ) সিটি ইউনিভার্সিটি নিউইয়র্ক । কুইন্স বরো কলেজ, নিউইয়র্ক ।
সাহিত্য পরিবারে জন্ম নেয়ায় ছেলেবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ ।
বর্তমান ঠিকানা - বার্মিংহ্যাম, ইংল্যান্ড ।


দেশ বিদেশের দৈনিক এবং সপ্তাহিক পত্রিকায় নিয়মিত লিখছেন ।
প্রকাশিত বই সাতটি- ছাইপাঁশ, খড়কুটো, রকমারি,সোৎপ্রাস,কিছু কিছু ছড়ায় ইস্যু, কীর্তিমানের ছড়া জীবন থেকে গড়া, ইসলামিক ছড়া কোরআন ও হাদিসের আলোকে গড়া (বইমেলা ২০২১)

১)

প্রার্থনা


অসহায় মানুষেরা ,আছে শুধু চেয়ে !
ছোঁয়াচে করোনা আসলো যে ধেয়ে !
সচেতন হওয়া সবে,থাকা সতর্কতায় ,
এছাড়া এখন আর নেই কোন উপায়!

কোটি জনতা আজ গৃহবন্দী !
ভাইরাস ছোঁয়ায় মৃত্যু সন্ধি !
বাঁচার প্রয়াসে মুছে নিয়ে গ্লানি !
মাস্ক ঢাকা মুখে, নিয়ম নীতি মানি!

আইসোলেশনে থাকা,লকডাউনে
ধু ধু মরুভূমি যেন,সকল টাউনে !
কোলাহল থামা স্তব্ধ জীবন !
চাপা কান্নায় আজ,শঙ্কিত মন ।

মৃত্যু মিছিলে শুধু দীর্ঘশ্বাস
সাদা কাফনে, ব্যাগে জমা লাশ।
দূর থেকে কত আঁখি জল ফেলা।
উৎকন্ঠায় কাটে,কেটে যায় বেলা।

কাছের মনুষ, যত মানুষ দূরের,
সবার আশা,এক নতুন ভোরের !
প্রার্থনা করি সবে, রোজ খোদার কাছে ।
হারাক না প্রাণ কেউ,আর ভাইরাসে ।



২)

খোকার বদলে যাওয়া রুটিন


খোকার এখন নতুন রুটিন
থাকতে হবে সাবধানে,
জানতে হবে মানতে হবে
এই করোনার সব মানে ।

সবকিছুতে স্পর্শ করার
এখন আছে অনেক বারণ,
দূরত্বটা বজায় রাখার
আছে তারও নানান কারণ !

মাখামাখি মুক্ত হাওয়ায়
নেইতো এখন আগের মতন,
ঘরে থাকাতেই হাসিখুশি আর
করতে হবে নিজের যতন ।

জীবানুরা ছড়িয়ে আছে
এদিক ওদিক সবদিকে,
বার বার তাই হাত ধুয়াতে
রোগগুলো সব হয় ফিকে ।

মাস্ক পড়াটা জরুরি খুব
নিরাপত্তায় প্রতিদিন,
বলছে খোকা মানছি সবই
প্রত্যাশাতে নতুন দিন ।


৩)


বিশ - একুশের ছড়া



বিশটা যেন বিষ দিয়েছে
‘কভিড’ নামের যন্ত্রণা।
লকডাউনে জেল খাটা যে
ভাবছি, গণ—তন্ত্র না !!

জীবনটা হোক সচল আবার,
মানুষ তো আর যন্ত্র না !!
একুশকে তাই রাখতে ভালো
হোক ঝার-ফুক, মন্ত্র না !!

যাক উড়ে যাক ‘কভিড’ দূরে,
কাটিয়ে ওঠা ধকলের !!
হোক শরীরের,কিংবা মনের
সুস্থতা চাই সকলের !

প্রার্থনাতে দু’হাত উঠাই
আমরা খোদার বান্ধা যে ,
একুশ মোদের ভালবাসুক
হাসি খুশির আন্দাজে !!


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান