জবা চৌধুরী এর কবিতা
কবি : জবা চৌধুরী
মেঘলা দিনের গল্প
মন কেমন করা মেঘলা দিনের গল্প
কথারা সব ভাসে আধো আলোয়
সদ্য খোলা বিনুনির মুক্ত এলোচুলে
মন থমকে দাঁড়ায়, বাসতে শেখায় ভালো।
হাওয়ায় ওড়া চুল ঢেকে দেয় কান্না
অশ্রু শুকায় কোন অবেলার ঝড়ে
শুধু পাগল মনের নিত্য আলাপনে
ঝরা পাতাদের হুটোপুটি মন কাড়ে।
সুদূর মেলায় কোন সে নিরুদ্দেশ
মনে খোঁজে ফেরা প্লাবন বাহার আনে
জলছবির ওই টলমল চলাচলে
পশলা দু'এক বর্ষণ মনে হানে।
চেনা-মুখের ক্লান্ত অচিন রূপে
কাজল-টানা সজল দু'টো চোখে
মেঘমল্লার রাগ দুন্দুভি-সম বাজে
ঝড়ো বৃষ্টি শেষে গল্প ফুরায় সাঁঝে l