জহির খান এর তিনটি কবিতা
জহির খান এর তিনটি কবিতা
মিস ইউ


খুব কী জরুরী এখন এমন প্রস্থানে প্রিয়তু
পাঠে অপাঠে কিছু সময় থাকতেই পারতে

আজ আহ্ কী মায়ায় কায়ায়
কিছু মেঘ বুকের বাম পাশটায়
খুব করে কাতরাচ্ছে কাঁদছে
এই শাদা শূন্য রাত বিরাতে
যুগল স্রোতের পাল তাড়িয়ে

এই বেশ ভালো নেই- এখন
মুখের ব্রুন ও চোখের নিচে কালো দাগ
সেই সাথে ভালো নেই হাত ও পায়ের নখ
ভালো নেই মন খারাপ করতে নেই

ভালো নেই   পাশে আছি এইসব কথালিপি
ভালো নেই   ভালো নেই   ভালো নেই
মনে পড়ে মনে করে যাপনের সুখ...




বাঙালী নদী


তোর মায়ায় জড়িয়ে জাতি-বর্ণ চিহ্নিত প্রেম
আমার আজন্মকাল
মায়াময় তোর দেহে উঠে আসে
পশ্চিমাঞ্চলের স্রোত ও সময়...

আহ্ কি মায়ায় এই শহরের অসংখ্য জীবন
উঁকি মারে ঢেউ খেলে জরায়ুর খুব গহিনে

তবু এমন সব জলের কথোপকথন
নামমাত্র মুল্যে বরাদ্দ দেওয়া হয়েছে
বরাদ্দ দেওয়া হয়েছে তার অতীত...

আর
ভুলবাল ঠকঠক করে কাটাই সময় সরকার

এখন বাঙালি নদী আমায় নিয়ে চলো
তোমার জলে কিংবা ডাঙায় বর্তমানে
যেখানে মৃত কোন গল্পের নায়ক নেই
আছে জেলে আর তাঁতিদের গভীর প্রেম
আর বুননকৌশল আবিষ্কার ইতিহাস...


ও মায়া মেঘ


ও মায়া মেঘ একটু কথা বলো - বলো
একটুখানি বসো কৃষকের বৈঠকখানায়
চেয়ে থাকো গ্রামের আল পথ ধরে...
যে পথ ধরে আমার বহুকাল অপেক্ষা
কেটে যায় এক বসন্তের প্রথম সর্ম্পক

এখন
ও মায়া মেঘ একটু কুয়াশা উড়াও - উড়ো
প্লিজ মন খারাপ করোনা আমিতো এমনি


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান