জাকির জাফরান এর কবিতাগুচ্ছ
প্রচ্ছদ ডুডল থেকে ।
দিগন্ত-বৈঠক
নীল ব্যাঙ মুখে নিয়ে
এগিয়ে চলেছে সাপ—
সামনে ঝিনুকসন্ধ্যা, দিগন্ত-বৈঠক...
আর বেদেনীর লাল ঠোঁট পিছে ফেলে...
বিশ্রাম
একটা জীবন
একটা সবুজ গাছের ফুসফুসে কতকালই বা রাখা যাবে!
তারও তো স্বপ্ন আছে বনদস্যুকে চিঠি লিখবার।
বরং ফিরে যাও;
যেভাবে রক্তের মধ্যে ভেসে থাকে ব্যথা ও বিদ্রূপ
যেভাবে একটি আতাগাছে তিনটি যামিনী বিশ্রাম করে
তুমিও ভেসে থাকো, বিশ্রাম করো,
চাঁদ-ভাঙা বৃষ্টিতে পা দিয়ে—ঠিক সেই মতো।
মায়াজালে
ঘুম, আর কতো জাগাবে আমাকে?
যেন এক মিথ্যুক পিঁপড়ে এসে আমায়
কামড়ে দিয়েছে, যেন তার পর থেকে,
দূরে, অতিবিস্তৃত সন্ধ্যার মায়াজলে
আজ এক ঘন নীল নিশ্চয়তা কাটছে সাঁতার।
পেখম নেই
আমার এ চোখভর্তি ময়ূরের কান্না, অথচ পেখম নেই।