জাকিয়া এস আরা'র কবিতা
আক্ষেপ
এই শীতের বিবর্ণ সন্ধ্যায়
আক্ষেপের জল চিবুক
ছুঁইয়ে যায়!
কোথায় সে মানব সখি
কোথায় সে বিচার
যজ্ঞডুমুরের বনেতে আমি
পুড়ে পুড়ে একাকার !
ভালোবাসা
এককাপ গরম চায়ের মতো ভালোবাসা তো আমি চাইনি
তুমি উলুবনে মুক্তো ছড়িয়েছ চিরকাল
নিদাঘ দুপুর নিজস্ব ভাষায় কথা বলে কখনো কি তা করেছো অনুভব? শুনেছো কি হরিৎ বনে পীতাভ পাখির ডাক? জানো তো-অপরাজিতার
রঙে মোহিত সেই যুবক আর বাড়ি আর ফেরেনি
ধ্বংস করেছে ফণীমনসার ঝাড়!
প্রদীপের সলতের মতো নিভু নিভু নিজস্বতা আমার,
ও আকাশ, নেমে এস, এই শৃঙ্খলিত মননে
ও বাতাস, ঘা দাও, অচলায়তনের দরজায়
আমি শাপমোচন করব,সাগরের মোহনীয় নীলজলে,
করুণ সিম্ফনি শুনব মারমেইডদের,
ভালোবাসার তো কোনো জাতপাত থাকেনা,
মানুষ একে বারবার পলিশ করেছে,নিজেদের
রঙে রাঙিয়েছে! এই শীতের বিবর্ণ বিকেল,
ঝরাপাতার ফিসফিস, সন্তু বৃক্ষের উদাস চাহনি
যেন আমাকে বলছে," আবার তোর জীবনে ফিরবে ভালোবাসা,সোঁদা মাটির ঘ্রাণে,
ওকে বুকের সিন্দুকে যতন করে রাখিস "।
কেবল দৌড়
মিথ এবং মিথ্যার সহবাসে
সবুজ হচ্ছে জড়তার জমি
কোনটা ধ্রুবক,কোনটা সহগ
জানার জন্য অপেক্ষা নেই
কাহারো, দৌড়, কেবল দৌড়!
রুদ্ধশ্বাস দৌড়!
গোলাপ ফুটুক না ফুটুক
যেকোনো পুষ্প হলেই হলো
ত্রিশে একমাস হয়
আবার একত্রিশেও হয়
মুদ্রার কোনো জাতকুল থাকেনা
আগুন আর জলের এখন
একই বাজার দর !