জাহানারা বুলা । দুটি কবিতা
বেওয়ারিশ প্রেম
অনন্ত দূরত্ব আমাদের মাঝে
কখনো ভেঙে পড়ে ফোয়ারার জলের মত
কখনো তীর্যক বৃষ্টি সে
বাস্তবতা বিবর্জিত বাস্তব এক তবুও হৃদয় মথিত করে।
কে সে-
জানতে না চেয়ে ভালোবাসা আমার কাছে সমীচীন
ক্ষণে ক্ষণে নতুন আবিষ্কার এক অথবা দুই অথবা বহুবিধ
কল্পনায় প্রেম সাজে আমি সাজি তাকে সাজাই বাঁধি সংসার
কেননা ভালোবাসা সত্য মিথ্যেয় সব ভাবে এক- হৃদয় ব্যাকুল।
আফিমের নেশা করে স্বপ্নীল, ক্রিস্টাল ম্যাথে বর্ণের ছটা
ইয়াবায় জেগে থাকা, মদের আনন্দ ঝিম মেরে বসে থাকায়
স্বপ্নীল সোহাগ সব, অজানা আকাঙ্ক্ষা-
সেও তো তা'ই।
আমার ভেঙে পড়া গড়ে ওঠা যাদুবিশ্বাস
যখন যেমন ভাবায় দিক নির্দেশনায়, ভেবে ফেলি
খুশি বা বেজার তার নখদর্পনে
আমি এক বেওয়ারিশ প্রেমের আচ্ছন্নতায় ডুবে থাকি-
বলার কিছু থাকে না আর।
তোমার জন্যে আমি'ই সঠিক
জান্নাতুল ফেরদৌসের আদলেই তৈরি হবে
এবং
তুমি ভেবো না, মাথা পিছু হুরদের দরকার হবে না
আমার মত ভালোবাসা ওরা জানে না
তোমার জন্যে আমি'ই সঠিক।
ওরা জানে না তুমি কি খেতে পছন্দ করো
কোন শার্টটা তুমি মেঘ করলে পর কোনটা রোদবেলায়
কোন কোলনের সুগন্ধে নারীর শরীর-
টেনে আনে তোমার দিকে।
গাড়ির মডেল, ঘড়ির মডেলের ওরা কি বোঝে
আমি তোমার সব পছন্দের সাথেই অবগত আছি
তাই আমি'ই তোমার জন্যে সঠিক।
ওরা কি জানে খুব ভোরে ফজর পড়ে
লেবু জলের সঙ্গে তোমার মধু পানও প্রয়োজন?
এই যে এ ক'দিনে আমি যা যা জেনেছি-
তার কিছু'ই ওরা তোমাকে দিতে পারবে না।
শুনেছি স্বর্গে নাকি ইশারায় সব মিলে
আমি দিই আমাকে ডাকলে পরে।
তোমার ঠোঁটে আমার নাম কি অপূর্ব-
উচ্চারণে আর আবেগে ঢলে পড়ে
তুমি তা বকুলের মত কুড়িয়ে এনে
আমার পেলব অঞ্জলিতে ঢেলে দাও-
এগুলো ওদের তুমি দেবে কি করে
ওদের কি শরীর আছে আমার মতো?
এক অলৌকিক বিশ্বাসে-
তুমি আমাকে ছেড়ে চলে যেও না
এই দিকে তাকাও আমার হাত ধর-
তোমার খুব কাছে টেনে নিয়ে বাহু বন্দী কর
তুমি তো জানো-
আমি'ই যে তোমার জন্যে সঠিক?