জিললুর রহমান এর কবিতা
জিললুর রহমান এর কবিতা

নিরর্থ 

.

মরে যাচ্ছে গোলাপের কুঁড়ি ডালিমের ডাঁটা

অরণির কালো অশ্রুজল বজ্রাঘাতে

কোথাওবা খেলাচ্ছলে অবিরল মানুষেরা

পোকামাকড়ের দল মরে প্রবারণা হলুদ ফানুস ...

 

মরে নি কি ফড্ডাসির গুলতি আছাড়গুলার রস

ঘুড়ির মান্জার মণ্ড শীতের শিশিরে ঝরা শিউলির শাদা

ঝরেছে তারকা রাশি ভোরে ধেয়ে গেছে নৈঋতের কোণে

শীতল পাটির মতো ঠাণ্ডা তার বুক

 

জন্মজন্মান্তরে প্রাণের মিছিলে ধায় ইথারের গোপন ক্রন্দন

আমাদের থাকা কিংবা না থাকায়

ঘড়ির কাঁটার বলো কোনখানে কতো দাগ লাগে

বালুকাবেলায় কতো আঁকিবুকি

সফেন সাগর তাতে জলের পরশ বুলায়

.

আশাগুলো মরে যাচ্ছে বকের ছানার বেশে

পানকৌড়ির বেশে

ছড়িয়েছে রক্তকণা ঘাম

ধুলি উডিয়েছে কোনো এক দুরন্ত আঙুল

.

মৃত্যু ছাড়া মানুষের আর কিসের প্রতীক্ষা বলো?


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান