টিপু সুলতান এর গুচ্ছকবিতা
টিপু সুলতান এর গুচ্ছকবিতা

কবি : টিপু সুলতান


এই ঘাটে সোনালি চরের মাঠ

এই ঘাটে সোনালি চরের মাঠ
বুনে যায় সঞ্চয়ের ক্ষেত
হাড়িভরা শাদা ভাতে বধূর সংসার;ঘরে দুখানি ফুলের টপ,
বালুসাই জঙ্গল মাখা গোধূলি জানালা
পরিব্যাপ্তি মাটির দেয়ালে লাল কাঁকড়ার কিলবিল খেলা,
জলপাইরঙা দেশ পলাশ উড়ানি মাতৃভূমি-
নদীভরা রুপার জলে-বেঁচে ওঠে দ্বিবীজ প্রাণ
সারিকা নাও-আবার এইদিকে মিঠেগুড় দিগন্ত ফেরাও...


সে পালিয়ে বেড়ায়

গত সন্ধেয় তাকে দেখলাম ঢাকার কাঁটাবন
এক মাদকী লোকের সঙ্গী-রিকশায় চড়ছে
তাকিয়ে দেখা ছাড়া বেদনার আছে কী? যুগলবন্ধ;
তাঁর চোখদুটো নিয়নবাতির ঝোপ ঠেলছে
ভিড় থেকে দ্রুতবেগ অদূরে নীলক্ষেত
অধরা মাদকে তরুণী হাসছে-অগোজ গল্পে।

তাঁর কালো চুল দুলছে,উড়ছে বসন্ত বাতাস
গালে আবির মাখা রঙ হাতে ফুলের মালা
মুক্ত ফুরফুরে সরলা মন বেহুদা ওড়ায়
হলুদ শাড়ির জমিন ছুঁয়ে অসম খাতিরে-
আমার কেবল দুচোখ খুনরঙা শিমুলের ক্যানভাস!


এই শিশিরে বৃষ্টিপতন

ঠান্ডা নিউমোনিয়ার মতন বেফাঁস পাঁজর ভাঙা
দহনমুখে তোমার নিমগ্ন অদৃশ্যমান রূপ দেখি
শোরগোল মানুষগুলো পৃথিবীর দিকে হাঁটছে
বিব্রত কার্বনে রোদ এঁকে মাঠ কুড়ানি সকল ব্দ্বীপচর;

অস্তিত্বের টের পাই
বাদামি শার্টের পকেটে গুঁজে রাখা
দু'টাকার নোটে শহিদ মিনার,
শিমুল রাঙা ফাল্গুনমাস হেঁটে যাচ্ছে শুদ্ধ চেতনায়
ময়লা শহরে রাঙা ভোর
কখনো মনক্ষুণ্ণ বেদনার ভাঙা শোকে
কেউ হারমোনিয়াম বাজচ্ছে
একুশের দিকে খালি পা রেখে-
কেবল এই শিশিরে
বৃষ্টিপতন শব্দ মেশানো মাতৃভূমির গান শুনি
আর এগিয়ে যাচ্ছি অসংখ্য নামগুলোর মধ্যে
আমাদের নাগরিক শহরে-


তার গায়ে রক্ত জড়ানো

এখনো শহীদের তোরণ
সুদীর্ঘ পথে আমাদের বাড়ি বাড়ি আসে।
বুনোঘাসে ঠোঁট কামড়ানো ধূসর বিকেলে
শুয়ে ঘাড় কাত করে
ক্লান্ত শরীর ঢেলে মা ডাক দেয়-

আয় বাবা...

ভাঙা চৌকাঠে তারকাটা পেঁচানো
কমলা রোদের পাড় ভাঙা
অপলক ঝলকে তাকানো
দেয়াল জোড়া ছবিটির নীল মুখে
তার গায়ে রক্ত জড়ানো-
এখনো যেমন স্বাস্থ্য তেমন রঙ!


বর্ণমালার প্রভাতফেরি

কাটাচমচের মত বসন্ত রোদ
ঘাসকুটো মাথার ওপর
কুয়াশা ভেজা
দেবদারু চূড়ায় দাঁড়ানো আমার মাতৃভূমি-

আমি তাঁর মায়াবী আহবানে একলা হাঁটি
শান্ত সবুজ ঘাসে ও আকাশের নীলিমায়
জ্বলাময় রোদহাড়ে বাতাস গাঁথি
প্রথমত পা বাড়ানো উচ্ছ্বাসে-
নীরব অবসরে বাংলার কাছে ছুটে যাই...
গনগনে রৌদ্রদগ্ধে হই কৃষ্ণচূড়ার বন
সুখ নিবিড়তার রঙ খুঁজি
আগমনী বসন্তের বিস্ফারণে
ভাষার জাগরণে ছড়িয়ে পড়ি ফাল্গুনে চারদিক-

বাবার হাত ধরে বড় হই
মায়ের আঁচলায় মুখ মুছি
বারংবারে হামাগুড়ির নীল স্বপ্নের মত
নাতিদীর্ঘ ভাষায় সুগন্ধি পতাকার আলিঙ্গন গায়ে মাখি
ফকফকা বর্ণমালার প্রভাতফেরি সংগ্রাম।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান