টিপু সুলতান- এর কবিতা
কুয়াশার শৈশব হেমন্ত
নিদ্রাহীন গাঁটবাধা রাত যেনো জ্যোৎস্না দুপুর
নক্ষত্রজ্যোতির হাড় পরে দাঁড়ানো
পাকা পেয়ারার মতো মজ্জমান মাংসের ওপর
বনদূরে তাকিয়ে রয় মাংসফুঁড়ে নবজাতক ফুল-
কমলা আলোর বুনোপথ,আদিডাঙার ঢেঁড়সপাতা চোখ
ভোরের ভেতর নেচে ওঠে কুয়াশার শৈশব হেমন্ত
-জলজ্যান্ত ধানমাঠ;হ্যাঙলা নদীর ভাসমান নাগরিক
আঙ্গুলের পর্ব
তুমি ছেড়ে গেছ এই সংসার-নিকানো উঠান
মানুষ যত দূরে যায়
দূর হাঁটে-পায়ের বাঁকা ঢেউ ফেলে পথের বারান্দায়-
ঘাসের ছাউনি সেই সব বাতাসের ভ্রমণ
যতদূর মরচেপড়া দরজা-চৌকাঠ পেরুনো পথ তোমার-
পায়ের ছাপ মুছে যাবার আগে তুলে রাখি
শূন্যতার সরঞ্জামে-সিকি কামনা,আঙ্গুলের পর্ব;
এই ক্ষত থেকে ওড়ে যায়
ভিনেগারে ডোবানো জলপাই রং
আহা নরম কাদামাটির ভাগ্য
তিন টান কপালির নীলভাঁজে দুই পাখি ঘাস খায়-
জমকালো অস্থির সব
নীল আকাশে নিত্য জন্মানো নক্ষত্রময় রাত
তোমার পায়ের ঘাঘরে হু হু হাওয়ার পৃথিবী নিয়ম ফোরায়-কেবল তুমি নাই।গোলাপ ফুটেছে সেই প্রেম গাছে!