টিপু সুলতান- এর কবিতা
টিপু সুলতান- এর কবিতা
ডিসেম্বর এসেছে

যোদ্ধাবাড়ির কিশোরী,আজ তার মুখ উঁকি দেয়-বাবার চোখে

শহীদমিনার ঘিরে থমকে দাঁড়ানো নতুন ভোরবেলা
সোনালি রোদের নবান্ন জিজ্ঞাসায়-হাতছানি-
আরো কাছে-বিশ্বায়নে,দিগন্ত ছাদে-দৃষ্টির কোনায় পতকা ওড়বে

কিশোরীর আপ্ত হাসির ঝলকে-আমি কবিতা লেখি
তার বাবার মুখচ্ছবি শোকের ছাপাখানায় আঁকি-
দুহাতের উর্বর শিল্প;তারপর!জাগিয়ে তোলা চারাধানের মাঠ,
গোলাপের বাগান,হেসে ওঠো বাংলাদেশ,ডিসেম্বর এসেছে-






একটি আঙ্গুল/একফোঁটা জল


শরীরের হাড় ভাঙ্গতে ভাঙ্গতে
কবরের বেনামী ঘাস পর্যন্ত পৌছে যায় অথচ তুমি বোঝ না,
তোমার সংসারে আগুন লাগুক,তোমার সংসারে আগুন লাগুক,
তোমার দ্বিতীয় জীবনে আগুন লাগুক
আমার একটি আঙ্গুল একফোঁটা জল নিয়ে বসে রয়;


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান