তমিজ উদ্ দীন লোদী-র কবিতা
স্বপ্ন কিংবা ইউটোপিয়া
ছায়ার ভেতর থেকে বেরিয়ে এসো ছায়াময় তুমি
দেখো মেঘের ফাঁকের থেকে আলো এসে নেমেছে ধরায়
উসকে উঠেছে আবার ধসে যাওয়া আগুনের আঁচ ।
আবারো ঝলসানো রুটি, থিতিয়ে এসেছে ঠিক ক্ষুধার আকাশ ।
কী এক মন্ত্রবলে বদলে গেছে সব । অভয়ারণ্যের মতো পাখিজীবন লোকালয়ে । শস্যের নতুন জন্মে ভরে গেছে মাঠ । অঙ্কুরোদগমে ফুলগুলো । বাগানে বিলাস ।