দিপংকর ইমন এর কবিতা
দিপংকর ইমন  এর কবিতা
প্রথাগত জন্মান্তর 

উত্সন্নে যাচ্ছে আমার কামুক বেলার শরীর

ভরা যৌবনে ঠোঁটকাটা নদীটার জলে গা মিশাতেই, 
 গ্রাস করে ভিরুতার শারীরিক আদ্যোপান্ত।
দ্রোহের গর্ভজাত পৈত্রিক নদীটার বুকে স্পষ্ট ভাষী  দাম্ভিক জলের কাছে, 
আমরা প্রথাগত হার মানি নিয়মের যোগ বিয়োগ ধারাপাতে।
জলের একাকিত্ব খূঁজে ফিরে যৌবনের কামুক শরীর,
ফেরী হয়ে যাওয়া  কালজয়ী দ্রোহের উৎপাত 
নদীর প্রেমে পরে দাম্ভিক জলের তেষ্টায়। 
ভিরুতার অন্ধকার ইন্দ্রিয়,
মৃতপ্রায় সংসারে বেঁচে থাকে স্বপ্নহীন জড় হয়ে। 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান