দুইটি কবিতা ।। মোখলেসুর রহমান
দুইটি কবিতা ।।  মোখলেসুর রহমান
বায়োগ্রাফিক উত্তাল ঢেউ

সুন্দরের মিথলজি দর্শনে চিরন্তনের নেশায়
একটি বায়োগ্রাফিক উত্তাল ঢেউ অনু-পরমানুতে স্হানু।
জ্বলে ওঠে সৃষ্টির মেজাজে সোহাগভরা প্রেমের ছায়াতল
মাটির নির্যাসে সৃষ্টির আলো ও আঁধার
জৈব রসায়ণে জীবন চক্রের পাঠ
প্রাণের অস্তিত্বে জলেবিন্দু আঁধারে সংরক্ষন ও লালন।
ধীরে ধীরে সৃষ্টির অমিয় দায় ধরা দেয় পুষ্প পুলক সমর্পণে
সৃষ্টির চেহারায় সাঁতার কাটে জোড়া জোড়া সৃষ্টির উল্লাস
শুদ্ধতম ইতিহাসে সুন্দরের বিকাশ।
সকল সৃষ্টিতে ভিন্ন ভিন্ন সুন্দরের মুগ্ধতা
তার মাঝে দেখো” আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে।

জমিনের আলোয় ও ধূলোয় আফতাব

মানুষের হাড়মজজায় সময়ের বসনে প্রকাশিত সুখবোধ
অন্যমাত্রায় প্রান্তিক জীবনের সাথে ঘোরপাক করে দু:খবোধ
একজন কর্মবীর সময়ের সুখবোধের মন্ত্রে সচল অবিরাম
একটি গোলাপগন্ধ ধ্বনি বাতাসে আতরঘ্রাণ উচচারিত নাম।
বাপ-মা’র আফতাব সুনামের আলোয় লোকালয়ে আফতাব
ব্যবহারিক জীবনে সকল মুখ ও প্রকাশে সুনামে তিনি মাহতাব
জমিনের চেহারায় তিনি সূর্যের প্রায়োগিক বিষেশণে আফতাব
স্রষ্টার আশীষে জীবন যাঁর কর্মময় অহরহ মনে স্বপ্নেরঐশীভাব।
যাঁর মন প্রকৃতির দুখে কাঁদে তিনিই বৃক্ষ রোপণে ঘ্রাণের আতর
মুখের হাসিতে সেবায় ম্লান করেছেন প্রিয়জনের কষ্টের পাথর
বৃক্ষ রোপণের সুখে সবুজ নাচে আর প্রকৃতির যন্ত্রমন্ত্র সুধাময়
জ্ঞানের আলোয় তাঁর লেখালেখি বই পুস্তক থাকবে ছদকাময়।
সময়ের ভাঁজে ভাঁজে দেখি কর্মের সুধাময় আফতাব ঝলোমলো
জমিনের আলোয়ওধূলোয় আফতাব তিনিই আফতাব চৌধুরী বলো।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান