দুটি কবিতা ।। ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল  
দুটি কবিতা ।। ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল   
করোনা ভাইরাস


 

এখন  করোনা ভাইরাস অদৃশ্য উড়ছে

                      এদেশ ওদেশ মহাদেশে

                      বিশ্বজুড়ে

প্রচন্ড আতঙ্ক

 জীবন ঘাতক অনুজীবানু

                                      অদৃশ্য উড়ছে

                       এদেশ ওদেশ মহাদেশে

                        বিশ্বজুড়ে

                     

বৈশাখ আসছে

তপন-ক্ষর তাপে পুড়েযাক ভাইরাস

মুক্তি হোক বিশ্ব মানুষের ভয় যাক দূরে

 

 

 

মনমাঝি বইস্যা থাকি        
 ছৈ-ছায়ারনীচে

 


 

ওরে পরাণ পাগলা!

দেহখান আছে

 নদ-নদী আছে

খালি নাইরে সুখ

       মনে নাইরে শান্তি

ছৈয়ের নীচে

              রইলাম বইস্যা

উদাস মনে বইস্যা

করোনা যুদ্ধ নাগছে

            গোটা বিশ্ব জুইড়া

ওরে ভাগ্য পাগল! 

        চেতনে থাক জাইগ্যা

ভয় ভয় নাইরে মানুষ

        চেতনে থাক জাইগ্যা !!

 

ফুল ফুটুক  সবুজ পাতায়

         সকালের রোদ লাগুক

         শিশিরে ভিজুক

         বাতাসে কাচা আম্ দুলুক

         বকুলের গন্ধে মেতে ওঠুকপ

         কলকুঞ্জনে জেগে থাকুক

আমরা এমন একচি  সকাল চাই।

বন্ধু পাগলও গানে বলে,

   "এমন একটি শান্তি-আকাশ চাই"!


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান