বৃষ্টি অবিরল
এ জলে আছে যৌবনের অন্তহীন দাহ
আছে কলরব নানা শব্দের গুঞ্জন,
পুঞ্জঃ পুঞ্জ ধ্বনি নিস্তব্ধতা আছে নিসর্গের অনন্ত প্রক্রিয়া।
তৃণের লাবণ্য আনে বৃষ্টির বর্ষন
পলিময় বীজতলা, উষর মৃত্তিকা হয় শস্যের প্রান্তর,
কৃষি সভ্যতার এই ভূ-বাংলায়-অবিরাম জল ও হাওয়া
অবিরাম জলের কোরাস।এই বৃষ্টিতে ভিজে যাবে সব-
স্মৃতির পাথর ভেঙ্গে যাবে এই জলে,-হৃদয় কোটরে
আছে যত কোরকের ভাঁজ- বৃষ্টিই খুলে দেবে
সব কলিদের ফোঁটার আওয়াজ।
এ পবিত্র জলের স্পর্শের নিপুণ দৌত্যে
চেতনার মর্মমূলে, পত্র- পুষ্পে,বৃক্ষের ফুল্ল কোলাহলে
নিজস্ব কলাপে রচে প্রণয় সংহিতা।
এই সুষম বৃষ্টির ধারাপাাত পবিত্র
‘এই বৃষ্টি মাঙ্গলিক’,
গুঞ্জরিত হৃদয়ের আর্তনাদ,-
এই বৃষ্টি বিধাতার অপার রহম।