ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল এর কবিতা
ইলিশ মাছের পেটি
-
ইলিশের পেটি ভাপে সেদ্ধ
কঁচা মরিচ সরষেবাটা ঝোল
চিকন চালের ঝরঝরে ভাত
দেরাদুন রাইসের ভাতও ফেইল্ভ!
এই হোল পদ্মানদীর মিঠাজলের মাছ!
পদ্মা-ইলিশের পেটি হ'লে
মুক্তাগাছার মন্ডাও ফেইল্ড!
এখন
হায়রে!
এখন
এই ইলিশের পেটি কোথায় গেল!?।
তুমি তো একটি নদী
নদী স্রোত ঝিলমিল
সকালের সোনা রোদে
আকাশে শরতের তুলো মেঘ ওড়ে
নদী তীর মোহনায় কাশফুল দোল
সীমাহীন অপার আনন্দ
তুমি দুরন্ত একটি নদী
শ্যাম বালু প্রান্তর জনপদ ছুঁয়ে ছুটে
চলো নোনা গহীন সমুদ্র নীলাচলে
সীমাহীন অপার আনন্দে!
তুমি একটি প্রিয় নদী সোনালী কবিতা
এবং
শিশির স্নাত সোনালী অহঙ্কার!