শরতের উদোম উঠোনে
আদিপৈত গ্রামের গাছ-ছায়ায়
শরতের উদোম উঠোনে বৃষ্টি
এখন বৃষ্টি, এই বৃষ্টিতে
জোড়া দোয়েলের স্নান
বুকের পালক ভিজে গেছে
বৃষ্টির ষ্ফটিক ফোঁটা জলে....
শীতল ছোঁয়ায়
রাঙা ঠোঁটের ফাঁকে চুষে নিচ্ছ
অধরে...
. মমতায়...
লাবণ্যমায়ায়....
অতি সংগোপনে
বৃষ্টি এক আকার
জলস্রোত প্রবল....উত্তাল
বৃষ্টিতে
একটি দোয়েল...আর একটি দোয়েল ভিজছে....
ঠোঁটে শারদীয়ার শুদ্ধ আনন্দ অবিনশ্বর মুক্ত অনাবিল!
হেমন্তে
তোমার মুখচ্ছবিতে গোধূলির রং
তোমার মুখচ্ছবিতে গোধূলির রং
শারদীয়া শেষ হল উৎসব আনন্দে, হেমন্ত এলো.....
হেমন্ত শিশিরে ভেজা তৃণসবুজ ভূদর.
হৃদ সরবরে কোমল কমল ফুটে আছে জলে
কবিতা-ছন্দে শ্বেত মরালীরা
দলবেঁধে সুখ সাঁতারে ভাসে জলে
আকাশে কার্পাশ তূলোমেঘের খেলা
প্রজাপতির ডানায় গোধূলীর বর্ণশোভা
হেমন্ত নদ-স্রোতে তোমার অবয়ব প্রতিবিম্ব
আমি এক সধারণ:হেমন্তের বাঁশী শুনি
ভূ-স্বর্গের লাডাক,খার্দুং-লা,স্টোক কাংড়ী
পার্বত্য উপত্যকায় তুষারপাত হচ্ছে
সিন্ধুনদের হিমজলে গোধূলীর ছায়া
দেখছিলাম
দেখেছিলাম
হরপ্পার প্রেয়সীচাঁদমুখ লাবণ্য হেমন্ত সন্ধ্যা!
ঝিরিঝিরি হেমন্ত বাতাসে উইলো গাছের পাতায় বাজছিল
তানসেনের উচ্চাঙ্গ সঙ্গদ ও সঙ্গীত!
তখন
তখন
তুমি
মগ্ন
নগ্ন শ্বেতপাথুরে ভাষ্কর্যেরর সম্মুখে...
মগ্ন
আম
এখন
এখন
তোমার চাঁদ মুখে নিসর্গ পৃথিবী....
সবুজ পাতায় বুকে জীবন শিশির
শীতের সকাল সোনা রোদের ঝলক
গাছের সবুজ পাতায় জীবন শিশির
নিরিবিলি বটমূলে বসে এক কবি :
ভাব চিন্তায়
দৃষ্টির আকাশে খোঁজে
বৈদিক মেঘের শব্দছায়া!
চৈতন্যের ঘোড়ার খুরে কৈবল্যের স্বপ্নদিন
কঠিন গঙ্গা-যমুনা-সরস্বতী-র
ত্রিবেণী সঙ্গম!
কুম্ভমেলায়,
নগ্ন জটাধারি সন্ন্যাসীর আধ্যাত্মিক মিছিল
একটিছোঁয়া
একটি ছোঁয়া হতে পারে মহান
একটি নদীই মুছে দিতে পারে ক্লান্তি
এনে দিতে পারে শান্তি
একটি কবির কবিতা পংক্তি.....
"ভালোবাসো বিশ্ব-প্রকৃতি
পেতে দাও শান্তির আকাশ....
পৃথিবীতে
বেঁচে থাকুক প্রাণ মানবতা ...
ও জীবন পাখি "
মহালয়া
মা আসছেন ঘোড়ায় চড়ে এ ভূবনে
আজ মহালয়া শারদ সকাল তাই
আগমনীর সুর বাজে শিউলী বনে
শঙ্খ বাজে ঘন্টা বাজে কাসর বাজে বাজে বাজে বাজেরে বাজা ঢাকঢোল
পূজা উৎসবে
ধুনুচি হাতে নাচবে সবে
আনন্দে আনন্দে
জয় মা জয়মা বলে
আজ মহালয়া
মা আসছেন আসছেন মা
ঘোড়ায় চড়ে
মহিষাসুর মর্দিণী
অসুরদলিনী দেবীমা
সর্বমঙ্গলা রূপ নিয়ে
এ ধরা ধামে সর্বপাপ হরণের জন্য
প্রণাম:
ওঁম শান্তিঃ ওঁম শান্তিঃ ওঁম শান্তিঃ
...যা দেবী
সর্বভূতেষু
মাতৃ রূপেণ সংস্থিতা
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ
নমঃ নমঃ....!
আজ মহালয়া
বিশ্ববাসীর মহা শান্তির জন্য করি ভক্তি প্রার্থণা।